ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া আদর্শপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডলি খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে টেবিল ফ্যানের লাইন দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডলি খাতুন গতকাল টেবিল ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তার স্বামীকে দোকান থেকে ডেকে আনা হয়। ডলির স্বামী আক্কাস আলী বলেন, ‘আমি এসে দেখি আমার স্ত্রী ঘরের মেঝেতে ছটফট করছে। আমি স্ত্রীকে বাঁচাতে গেলে আমাকেও কারেন্টে শক করে।’ পরে পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর লাশের সুরাতহাল রিপোর্ট করেন।
পুলিশ জানায়, ডলির আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া আদর্শপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ডলি খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে টেবিল ফ্যানের লাইন দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডলি খাতুন গতকাল টেবিল ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তার স্বামীকে দোকান থেকে ডেকে আনা হয়। ডলির স্বামী আক্কাস আলী বলেন, ‘আমি এসে দেখি আমার স্ত্রী ঘরের মেঝেতে ছটফট করছে। আমি স্ত্রীকে বাঁচাতে গেলে আমাকেও কারেন্টে শক করে।’ পরে পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে এসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর লাশের সুরাতহাল রিপোর্ট করেন।
পুলিশ জানায়, ডলির আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।