ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার শালিকায় কৃষকের বরজ কর্তন ও পান চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা ও বগাদি মাঠে কৃষকের পান বরজ কর্তন ও পান চুরির ঘটনা ঘটেছে। গত পরশু মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শালিকা ও বগাদি গ্রামের মাঠ থেকে শালিকা গ্রামের কৃষক শফিকুল ইসলামের পান বরজ থেকে ২ কাটা জমির পান খেত কেটে দিয়েছে ও একই বরজ থেকে পান চুরি করেছে ভোগাইল বগাদি গ্রামের রোড পাড়ার জামাল হোসেনের ছেলে হাসান আলী। গতকাল বুধবার সকালে পান বরজের মালিক শফিকুল ইসলাম বরজে গিয়ে দেখেন তার পান ক্ষেতের লতা কেটে হাসান তার নিজ বরজের লতায় রেখেছে।
এবিষয়ে হাসানকে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে। এবং চুরির পান মুন্সীগঞ্জ পান হাটে এক ব্যবসায়ীর কাছে বিক্রয় করে বলে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান হাসান একজন মাদক সেবী। তার নামে থানায় মামলাও রয়েছে। মাদক সেবন করার টাকা ম্যানেজ করতে সে পান চুরি বিক্রি করে থাকে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার শালিকায় কৃষকের বরজ কর্তন ও পান চুরি

আপলোড টাইম : ০৩:৫২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা ও বগাদি মাঠে কৃষকের পান বরজ কর্তন ও পান চুরির ঘটনা ঘটেছে। গত পরশু মঙ্গলবার রাতে ওই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শালিকা ও বগাদি গ্রামের মাঠ থেকে শালিকা গ্রামের কৃষক শফিকুল ইসলামের পান বরজ থেকে ২ কাটা জমির পান খেত কেটে দিয়েছে ও একই বরজ থেকে পান চুরি করেছে ভোগাইল বগাদি গ্রামের রোড পাড়ার জামাল হোসেনের ছেলে হাসান আলী। গতকাল বুধবার সকালে পান বরজের মালিক শফিকুল ইসলাম বরজে গিয়ে দেখেন তার পান ক্ষেতের লতা কেটে হাসান তার নিজ বরজের লতায় রেখেছে।
এবিষয়ে হাসানকে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে। এবং চুরির পান মুন্সীগঞ্জ পান হাটে এক ব্যবসায়ীর কাছে বিক্রয় করে বলে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান হাসান একজন মাদক সেবী। তার নামে থানায় মামলাও রয়েছে। মাদক সেবন করার টাকা ম্যানেজ করতে সে পান চুরি বিক্রি করে থাকে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।