ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার সেলিম মোল্লা আর নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও রেলবাজার দেওয়ানবাগ সুপার মার্কেটের মালিক সেলিম মোল্লা ইন্তেকাল করেছেন। গতকাল বেলা একটার দিকে হ্নদরোগে আক্রান্ত হয়ে হারদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গ্রামের শতশত মানুষ এক নজর দেখার জন্য ছুটে আসেন। সেলিম মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ঠিকাদার সেলিম মোল্লা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগ শোকে ভুগছিলেন। শনিবার হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে পরিবারের লোকজন আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৭) বছর। গতকাল রাত ৯টার দিকে গোবিন্দপুর মাঠপাড়া কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিসুজ্জামান, হারদী মীর সামসুল ইসলাম পলেটেকনিক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, আলহাজ্ব ঠান্ডু রহমান, আব্দুল কুদ্দুস, আমিনুল হক মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলামসহ অসংখ্য মানুষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার সেলিম মোল্লা আর নেই

আপলোড টাইম : ০৮:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ার বিশিষ্ট ঠিকাদার ও রেলবাজার দেওয়ানবাগ সুপার মার্কেটের মালিক সেলিম মোল্লা ইন্তেকাল করেছেন। গতকাল বেলা একটার দিকে হ্নদরোগে আক্রান্ত হয়ে হারদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গ্রামের শতশত মানুষ এক নজর দেখার জন্য ছুটে আসেন। সেলিম মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ঠিকাদার সেলিম মোল্লা দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগ শোকে ভুগছিলেন। শনিবার হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে পরিবারের লোকজন আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৭) বছর। গতকাল রাত ৯টার দিকে গোবিন্দপুর মাঠপাড়া কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিসুজ্জামান, হারদী মীর সামসুল ইসলাম পলেটেকনিক কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, আলহাজ্ব ঠান্ডু রহমান, আব্দুল কুদ্দুস, আমিনুল হক মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলামসহ অসংখ্য মানুষ।