ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার দুই ফর্মেসিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে. এম. মুহসীনিন মাহবুব। অভিযানে আলমডাঙ্গা বাজারের মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয় এবং দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে, জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এছাড়াও, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আলমডাঙ্গা হাই রোডের সাদিয়া ফার্মেসি মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার দুই ফর্মেসিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গতকাল দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ও ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গার সহকারী পরিচালক কে. এম. মুহসীনিন মাহবুব। অভিযানে আলমডাঙ্গা বাজারের মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।
পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসিতে রাখার অপরাধে মেসার্স জাতীয় কল্যান ফার্মেসিকে ২হাজার ৫শ টাকা জরিমানা করা হয় এবং দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে, জব্দকৃত দুই কার্টন ফিজিশিয়ান স্যাম্পল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এছাড়াও, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আলমডাঙ্গা হাই রোডের সাদিয়া ফার্মেসি মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।