ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার তিয়রবিলায় নগদ টাকাসহ চার জুয়াড়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামে জুয়া খেলার সময় চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তিয়রবিলা গ্রামের কুটিপাড়ার একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিয়রবিলা গ্রামের কুটিপাড়ায় কলাবাগানে অভিযান চালায় তিয়রবিলা ক্যাম্পের আইসি এসআই ফরিদুল ইসলাম ও এএসআই বিপ্লবসহ একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও চার জুয়াড়ী আটক হয়। আটককৃতরা হলেন- তিয়রবিলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সুজন আলী (২৬), একই গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫), শফিউদ্দিনের ছেলে দুলু (৪৫) ও সরোয়ার মণ্ডলের ছেলে হাসিবুল (২৬)। ঘটনাস্থল থেকে পুলিশ নগদ ৩ হাজার ২২০ টাকা ও দুই সেট তাস জব্দ করে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খাসকররা ইউনিয়নের তিয়রবিলা এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার বোর্ড থেকে চার জুয়াড়ীকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার তিয়রবিলায় নগদ টাকাসহ চার জুয়াড়ী আটক

আপলোড টাইম : ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামে জুয়া খেলার সময় চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তিয়রবিলা গ্রামের কুটিপাড়ার একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিয়রবিলা গ্রামের কুটিপাড়ায় কলাবাগানে অভিযান চালায় তিয়রবিলা ক্যাম্পের আইসি এসআই ফরিদুল ইসলাম ও এএসআই বিপ্লবসহ একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও চার জুয়াড়ী আটক হয়। আটককৃতরা হলেন- তিয়রবিলা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সুজন আলী (২৬), একই গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫), শফিউদ্দিনের ছেলে দুলু (৪৫) ও সরোয়ার মণ্ডলের ছেলে হাসিবুল (২৬)। ঘটনাস্থল থেকে পুলিশ নগদ ৩ হাজার ২২০ টাকা ও দুই সেট তাস জব্দ করে। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খাসকররা ইউনিয়নের তিয়রবিলা এলাকায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার বোর্ড থেকে চার জুয়াড়ীকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে।