ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গার আইন্দিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর বন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গার আইন্দিপুর ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিজয়ের লক্ষে মাঠে নামে মোচাইনগর ফুটবল একাদশ ও শেখপাড়া গোপালনগর ফুটবল একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেখপাড়া গোপালনগর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে মোচাইনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিরতণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিশুরা হতে পারে আগামী দিনের স্বর্ণ সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমাদের ছেলেরা যদি প্রতিনিয়ত লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলা করে, তবে এই ছেলেরা সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করবে এবং তারা নতুন সমাজ উপহার দিবে খেলাধুলার মাধ্যমে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং মাদক, জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখে।’

বীর মুক্তিযোদ্ধা রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, মাইক্রো ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বন্ধু ফুটবল মাঠের সভাপতি ও আব্দুল্লাহ সিটির স্বত্ত্বাধিকারী আব্দুল মমিন স্বপন ও চুয়াডাঙ্গা জর্জ কোটের পি.পি অ্যাডভোকেট বেলাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আফসার উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মহিবুল ইসলাম সেলিম, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু, গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক প্রমুখ। খেলা পরিচালনা করেন বিপ্লব হোসেন, টুটুল মাহামুদ ও জুয়েল রানা। ধারাভাষ্যে ছিলেন হাকিমুর রহমান, পল্টু ও টিপু সুলতান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার আইন্দিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর বন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গার আইন্দিপুর ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিজয়ের লক্ষে মাঠে নামে মোচাইনগর ফুটবল একাদশ ও শেখপাড়া গোপালনগর ফুটবল একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেখপাড়া গোপালনগর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে মোচাইনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিরতণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিশুরা হতে পারে আগামী দিনের স্বর্ণ সম্ভাবনাময় ভবিষ্যৎ। আমাদের ছেলেরা যদি প্রতিনিয়ত লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলা করে, তবে এই ছেলেরা সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করবে এবং তারা নতুন সমাজ উপহার দিবে খেলাধুলার মাধ্যমে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং মাদক, জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখে।’

বীর মুক্তিযোদ্ধা রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, মাইক্রো ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বন্ধু ফুটবল মাঠের সভাপতি ও আব্দুল্লাহ সিটির স্বত্ত্বাধিকারী আব্দুল মমিন স্বপন ও চুয়াডাঙ্গা জর্জ কোটের পি.পি অ্যাডভোকেট বেলাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আফসার উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মহিবুল ইসলাম সেলিম, বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু, গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক প্রমুখ। খেলা পরিচালনা করেন বিপ্লব হোসেন, টুটুল মাহামুদ ও জুয়েল রানা। ধারাভাষ্যে ছিলেন হাকিমুর রহমান, পল্টু ও টিপু সুলতান।