ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় শেখ ওয়াসিকুজ্জামানের ইন্তেকাল, শোক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা প্রতিনিধি শেখ শফিউজ্জামানের ছোট ভাই শেখ ওয়াসিকুজ্জামান আসিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাতে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, তিনি বেশ কিছুদিন যাবত ব্রেনে সমস্যায় ভুগছিলেন। যে কারণে ঢাকার একটি বিদেশি কোম্পানিতে চাকরি ছেড়ে আলমডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন পশুহাট সড়কে বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তানাদিসহ বসবাস করে আসছিলেন। বাড়ির সাথেই একটা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আসিক। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে নামাজের জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে, শেখ ওয়াসিকুজ্জামান আসিকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় শেখ ওয়াসিকুজ্জামানের ইন্তেকাল, শোক

আপলোড টাইম : ০৭:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা প্রতিনিধি শেখ শফিউজ্জামানের ছোট ভাই শেখ ওয়াসিকুজ্জামান আসিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত সোমবার দিবাগত রাতে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, তিনি বেশ কিছুদিন যাবত ব্রেনে সমস্যায় ভুগছিলেন। যে কারণে ঢাকার একটি বিদেশি কোম্পানিতে চাকরি ছেড়ে আলমডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন পশুহাট সড়কে বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তানাদিসহ বসবাস করে আসছিলেন। বাড়ির সাথেই একটা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আসিক। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে নামাজের জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে, শেখ ওয়াসিকুজ্জামান আসিকের মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।