ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার ডাউকি গ্রামে অবস্থিত ইমন চানাচুর ফ্যাক্টরি ও জামজামি রোডের আতিয়ার ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নোংরা পরিবেশে চানাচুর তৈরি ও প্যাকেটে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার জামজামি রোডে মেসার্স আতিয়ার ট্রেডার্সের মালিক কামরুল হাসান রুবেলকে মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রি ও সারের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে, একই দিন ডাউকি গ্রামেও অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স ইমন চানাচুর ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও চানাচুর প্যাকেটে মোড়কীকরণ বিধি লঙ্ঘ করায় ওই প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

আপলোড টাইম : ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার দুপুরের দিকে উপজেলার ডাউকি গ্রামে অবস্থিত ইমন চানাচুর ফ্যাক্টরি ও জামজামি রোডের আতিয়ার ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নোংরা পরিবেশে চানাচুর তৈরি ও প্যাকেটে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার জামজামি রোডে মেসার্স আতিয়ার ট্রেডার্সের মালিক কামরুল হাসান রুবেলকে মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রি ও সারের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে, একই দিন ডাউকি গ্রামেও অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স ইমন চানাচুর ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও চানাচুর প্যাকেটে মোড়কীকরণ বিধি লঙ্ঘ করায় ওই প্রতিষ্ঠানের মালিক এমদাদুল হককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ অভিযানের সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।