ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গার্মেন্টসে ভয়াবহ আগুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় শিমুল গার্মেন্টেসে আগুন লেগে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার গার্মেন্টস এলাকার শিমুল মোল্লার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। দোকান মালিক শিমুলের কান্নায় সকলে স্তম্ভিত হয়ে পড়ে। তিনি শুধু প্রলাপ বকে চলেছেন, ‘আমার সব শেষ গেছে।’

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়দের সহায়তায় ফায়ার সর্ভিসে খবর দিলে ফায়ার সর্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে শিমুল গার্মেন্টেসে থাকা দামি দামি কাপড় পুড়ে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করে। বিদ্যুৎ বিভাগের লোকজনও ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় দোকান বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দোকানের শার্টার ভেঙ্গে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ঘরে থাকা সমস্ত কাপড়, মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আলমডাঙ্গা গার্মেস্টস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বলেন, পিতার মৃত্যুর পর শিমুল তাঁর দোকানটি খুব কষ্ট করে ভাই ও মহাজনদের সহায়তায় গড়ে তুলেছিল। মৃত শিব নারায়ণ ভৌতিকাদের মার্কেটে ভাড়া ঘরে দোকান পরিচালনা করে আসছিল শিমুল। এই অগ্নিকাণ্ডে তার ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গার্মেন্টসে ভয়াবহ আগুন

আপলোড টাইম : ০৯:৫৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় শিমুল গার্মেন্টেসে আগুন লেগে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার গার্মেন্টস এলাকার শিমুল মোল্লার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সর্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর পূর্বেই দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। দোকান মালিক শিমুলের কান্নায় সকলে স্তম্ভিত হয়ে পড়ে। তিনি শুধু প্রলাপ বকে চলেছেন, ‘আমার সব শেষ গেছে।’

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়দের সহায়তায় ফায়ার সর্ভিসে খবর দিলে ফায়ার সর্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে শিমুল গার্মেন্টেসে থাকা দামি দামি কাপড় পুড়ে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করে। বিদ্যুৎ বিভাগের লোকজনও ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় দোকান বন্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দোকানের শার্টার ভেঙ্গে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ঘরে থাকা সমস্ত কাপড়, মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আলমডাঙ্গা গার্মেস্টস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বলেন, পিতার মৃত্যুর পর শিমুল তাঁর দোকানটি খুব কষ্ট করে ভাই ও মহাজনদের সহায়তায় গড়ে তুলেছিল। মৃত শিব নারায়ণ ভৌতিকাদের মার্কেটে ভাড়া ঘরে দোকান পরিচালনা করে আসছিল শিমুল। এই অগ্নিকাণ্ডে তার ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।