ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গায় পানিতে ডুবে সুরভী খাতুন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল গ্রামে এঘটনা ঘটে। সুরভী খাতুন একই গ্রামের মাঝেরপাড়ার সবুজ হোসেনের মেয়ে। সন্ধ্যায় শিশুটির দাফনসম্পন্ন করা হয়েছে।

জানা যায়, শিশু সুরভী খাতুন তার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেলার জন্য বল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ তার মা মেয়েকে গোসল করানোর জন্য খুঁজতে থাকে। পরে বাড়ির পাশে থাকা ঢোবার (বড় গর্ত) সামনে সুরভীর স্যান্ডেল ও খেলার বলটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঢোবার পানির মধ্যে থেকে সুরভীর লাশ উদ্ধার করা হয়।

ভাঙবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান বলেন, পরিবারের অসাবধানতায় শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরিবারের অসাবধানতায় শিশুটি গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড টাইম : ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

আলমডাঙ্গায় পানিতে ডুবে সুরভী খাতুন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল গ্রামে এঘটনা ঘটে। সুরভী খাতুন একই গ্রামের মাঝেরপাড়ার সবুজ হোসেনের মেয়ে। সন্ধ্যায় শিশুটির দাফনসম্পন্ন করা হয়েছে।

জানা যায়, শিশু সুরভী খাতুন তার মায়ের চোখ ফাঁকি দিয়ে খেলার জন্য বল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ তার মা মেয়েকে গোসল করানোর জন্য খুঁজতে থাকে। পরে বাড়ির পাশে থাকা ঢোবার (বড় গর্ত) সামনে সুরভীর স্যান্ডেল ও খেলার বলটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঢোবার পানির মধ্যে থেকে সুরভীর লাশ উদ্ধার করা হয়।

ভাঙবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান বলেন, পরিবারের অসাবধানতায় শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরিবারের অসাবধানতায় শিশুটি গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।