ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিরন নেছা (৪০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আজিরণ নেছা মুন্সিগঞ্জ জোড়গাছা গ্রামের মাঝেরপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

        আহত আজিরন নেছার পরিবারের সদস্যরা জানান, আজিরন নেছা তার মাঠের বাড়িতে কয়েকটি হাঁস পালেন। আজিরনের বাড়ির পাশেই একই এলাকার মহিউদ্দীনের ছেলে সাবুল (৪৫) চাষাবাদ করে। গতকাল সকালে সাবুলের জমিতে আজিরনের হাস চলে যায়। এসময় সাবুল আজিরনকে গালমন্দ করতে থাকে। এরই এক পর্যায়ে সে রাগান্নিত হলে গাছের ডাল দিয়ে আজিরন নেছাকে পিটিয়ে আহত করে। পরে আজিরণের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা ওই নারীকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহত

আপলোড টাইম : ১০:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিরন নেছা (৪০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আজিরণ নেছা মুন্সিগঞ্জ জোড়গাছা গ্রামের মাঝেরপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

        আহত আজিরন নেছার পরিবারের সদস্যরা জানান, আজিরন নেছা তার মাঠের বাড়িতে কয়েকটি হাঁস পালেন। আজিরনের বাড়ির পাশেই একই এলাকার মহিউদ্দীনের ছেলে সাবুল (৪৫) চাষাবাদ করে। গতকাল সকালে সাবুলের জমিতে আজিরনের হাস চলে যায়। এসময় সাবুল আজিরনকে গালমন্দ করতে থাকে। এরই এক পর্যায়ে সে রাগান্নিত হলে গাছের ডাল দিয়ে আজিরন নেছাকে পিটিয়ে আহত করে। পরে আজিরণের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন।

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা ওই নারীকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’