ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত চার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে উভয় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ফুলবগাদী গ্রামের আলম বিশ্বাসের ছেলে লাল্টু হোসেন (৫০), একই এলাকার মৃত আজহার আলীর স্ত্রী সূর্য বানু (৭০), আজহার আলীর দুই ছেলে ইউনুস আলী (৫৪) ও ইসমাইল হোসেন (৩৮)।

জানা যায়, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে লাল্টু হোসেন ও ইউনুস আলী দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে জমি সংক্রান্ত এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে দা, বটি ও লাঠি নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পরিবারের চারজন আহত হন। উভয় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহত চারজনের মধ্যে লাল্টু হোসেন ও ইসমাইল হোসেনের জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দুই পরিবারের সদস্যরা আহত অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নেয়। প্রত্যেকের শরীরের কাটা জখমসহ আঘাতের চিহ্ন রয়েছে। আহত চারজনকেই জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম (ওসি) বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত চার

আপলোড টাইম : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামে এ ঘটনা ঘটে। পরে উভয় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- ফুলবগাদী গ্রামের আলম বিশ্বাসের ছেলে লাল্টু হোসেন (৫০), একই এলাকার মৃত আজহার আলীর স্ত্রী সূর্য বানু (৭০), আজহার আলীর দুই ছেলে ইউনুস আলী (৫৪) ও ইসমাইল হোসেন (৩৮)।

জানা যায়, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে লাল্টু হোসেন ও ইউনুস আলী দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে জমি সংক্রান্ত এই বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে দা, বটি ও লাঠি নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পরিবারের চারজন আহত হন। উভয় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহত চারজনের মধ্যে লাল্টু হোসেন ও ইসমাইল হোসেনের জখম গুরুতর হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দুই পরিবারের সদস্যরা আহত অবস্থায় চারজনকে জরুরি বিভাগে নেয়। প্রত্যেকের শরীরের কাটা জখমসহ আঘাতের চিহ্ন রয়েছে। আহত চারজনকেই জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম (ওসি) বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’