ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় চুরির মালামালসহ চারজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় একটি কম্পিউটারের দোকানে চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বাড়ি থেকে চুরি হওয়া কম্পিউটারের মনিটর ও মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক চারজন হলো- হাটবোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল ফুয়াদ (১৬), একই উপজেলার ফুলবগাদি গ্রামের রেশাদ আলী (১৭), মেহেরপুর জেলার গাংনী উপজেলার শালদাহ গ্রামের সুফাইফ হাসান সিজান (১৬) ও নগরবোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলাম শান্ত (২৬)। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আনিছুর রহমানের আলো হাটবোয়ালিয়া বাজারের ‘মুক্তা কম্পিউটার অ্যান্ড মিউজিক পয়েন্ট’ নামের দোকানে পহেলা জানুয়ারি টিন কেটে চুরির ঘটনা ঘটে। চোররা কম্পিউটারের মনিটর, মোবাইল, হার্ডডিক্স, মেমোরি, হেডফোনসহ দোকান থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করেন আনিছুর। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি রাতে সিঁদ কেটে চোররা আবার তার দোকান থেকে আইপিএসের ব্যাটারি, ৩০০টি হেডফোন, ও সিসি ক্যামেরাসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পুনরায় চুরির ঘটনা হাটবোয়ালিয়া ক্যাম্পে জানালে পুলিশ চোরদের ধরতে তৎপরতা শুরু করে। গত মঙ্গলবার রাতে চুরি হওয়া একটি মোবাইল সুফাইফ হাসান সেজানের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে মোবাইলের দোকানে চুরির ঘটনা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ হাটবোয়ালিয়া গ্রাম থেকে আব্দুল্লাহ আল ফুয়াদকে আটক করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৩টি পুরাতন টাচ মোবাইল, ৬টি নষ্ট বাটন ফোন, ১টি ইউপিএস, ২টি কীবোর্ড, ১টি সিসি ক্যামেরা, ১০৫টি হেডফোন, ২টি স্পিকার, ২১০টি মোবাইলের ব্যাকপ্যাডসহ ২ লাখ ১৬ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। পরে ফুয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরবোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলাম শান্তকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ১৯ ইঞ্চি মনিটর। চুরির ঘটনায় রেশাদ নামের আরও একজন জড়িত আছে বলে জানিয়েছে তারা। রাতেই পুলিশ রেশাদকে আটক করে। চারজনই স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। চুরির ঘটনায় দোকান মালিক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় চুরির মালামালসহ চারজন আটক

আপলোড টাইম : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় একটি কম্পিউটারের দোকানে চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের বাড়ি থেকে চুরি হওয়া কম্পিউটারের মনিটর ও মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক চারজন হলো- হাটবোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল ফুয়াদ (১৬), একই উপজেলার ফুলবগাদি গ্রামের রেশাদ আলী (১৭), মেহেরপুর জেলার গাংনী উপজেলার শালদাহ গ্রামের সুফাইফ হাসান সিজান (১৬) ও নগরবোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলাম শান্ত (২৬)। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আনিছুর রহমানের আলো হাটবোয়ালিয়া বাজারের ‘মুক্তা কম্পিউটার অ্যান্ড মিউজিক পয়েন্ট’ নামের দোকানে পহেলা জানুয়ারি টিন কেটে চুরির ঘটনা ঘটে। চোররা কম্পিউটারের মনিটর, মোবাইল, হার্ডডিক্স, মেমোরি, হেডফোনসহ দোকান থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করেন আনিছুর। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি রাতে সিঁদ কেটে চোররা আবার তার দোকান থেকে আইপিএসের ব্যাটারি, ৩০০টি হেডফোন, ও সিসি ক্যামেরাসহ ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পুনরায় চুরির ঘটনা হাটবোয়ালিয়া ক্যাম্পে জানালে পুলিশ চোরদের ধরতে তৎপরতা শুরু করে। গত মঙ্গলবার রাতে চুরি হওয়া একটি মোবাইল সুফাইফ হাসান সেজানের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে মোবাইলের দোকানে চুরির ঘটনা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ হাটবোয়ালিয়া গ্রাম থেকে আব্দুল্লাহ আল ফুয়াদকে আটক করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় ৩টি পুরাতন টাচ মোবাইল, ৬টি নষ্ট বাটন ফোন, ১টি ইউপিএস, ২টি কীবোর্ড, ১টি সিসি ক্যামেরা, ১০৫টি হেডফোন, ২টি স্পিকার, ২১০টি মোবাইলের ব্যাকপ্যাডসহ ২ লাখ ১৬ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। পরে ফুয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরবোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলাম শান্তকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ১৯ ইঞ্চি মনিটর। চুরির ঘটনায় রেশাদ নামের আরও একজন জড়িত আছে বলে জানিয়েছে তারা। রাতেই পুলিশ রেশাদকে আটক করে। চারজনই স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। চুরির ঘটনায় দোকান মালিক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।