ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় গৃহবধূর ওঁড়না পেঁচানো লাশ উদ্ধার

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ ঘর থেকে গলাই ওড়না পেঁচানো অবস্থায় বিলকিস খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে আলমডাঙ্গার রেল জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহত বিলকিসের সন্তানদের কান্নাকাটিতে স্থানীয় ছুটে এলে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্তায় দেথতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় বিলকিস খাতুনের পিতা আকাম উদ্দিন বাদী আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। গতকাল দুপুরে নিহতের বিলকিস খাতুনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

            স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আকাম উদ্দিন তার কন্যা বিলকিস খাতুনকে রেলজগন্নাথপুর গ্রামের মৃত ইয়ামিন আলীর ছেলে লাল্লুর সাথে ৮ বছর পূর্বে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।  লাল্টু কয়েক মাস আগে ঢাকায় গিয়ে টাইলস মিস্ত্রির কাজ পান। স্ত্রী বিলকিস খাতুন তার দুই শিশুপুত্র রফি (৬) ও সাফিকে (২) নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। গত শনিবার রাতে বিলকিস রাতের খাবার খেয়ে তার ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে বিলকিসের দুই সন্তানের চিৎকারে ছুটে গেলে ঘরের মধ্যে গলায় ওড়না পেচানো অবস্থায় বিলকিসের ঝুলন্ত লাশ দেখতে পায়।

প্রতিবেশিরা জানায়, সন্তানদের কান্নাকাটিতে তারা সেখানে গিয়ে  ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকতেও দেখেন তারা। খবর পেয়ে রাতেই বিলকিস খাতুনের বাবা-মা ও স্বজনরা রেলজগন্নাথপুর গ্রামে যান। রাতেই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে বিলকিস খাতুনের পিতার অভিযোগ করে বলেন, ‘তাঁর মেয়েকে তাঁর দেবররা পিটিয়ে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। আমি বিচার দাবী করে থানায় অভিযোগ করেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় গৃহবধূর ওঁড়না পেঁচানো লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৯:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ ঘর থেকে গলাই ওড়না পেঁচানো অবস্থায় বিলকিস খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। গত শনিবার রাতে আলমডাঙ্গার রেল জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহত বিলকিসের সন্তানদের কান্নাকাটিতে স্থানীয় ছুটে এলে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্তায় দেথতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় বিলকিস খাতুনের পিতা আকাম উদ্দিন বাদী আলমডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। গতকাল দুপুরে নিহতের বিলকিস খাতুনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

            স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আকাম উদ্দিন তার কন্যা বিলকিস খাতুনকে রেলজগন্নাথপুর গ্রামের মৃত ইয়ামিন আলীর ছেলে লাল্লুর সাথে ৮ বছর পূর্বে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।  লাল্টু কয়েক মাস আগে ঢাকায় গিয়ে টাইলস মিস্ত্রির কাজ পান। স্ত্রী বিলকিস খাতুন তার দুই শিশুপুত্র রফি (৬) ও সাফিকে (২) নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। গত শনিবার রাতে বিলকিস রাতের খাবার খেয়ে তার ঘরে শুয়ে পড়ে। রাত ১১টার দিকে বিলকিসের দুই সন্তানের চিৎকারে ছুটে গেলে ঘরের মধ্যে গলায় ওড়না পেচানো অবস্থায় বিলকিসের ঝুলন্ত লাশ দেখতে পায়।

প্রতিবেশিরা জানায়, সন্তানদের কান্নাকাটিতে তারা সেখানে গিয়ে  ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকতেও দেখেন তারা। খবর পেয়ে রাতেই বিলকিস খাতুনের বাবা-মা ও স্বজনরা রেলজগন্নাথপুর গ্রামে যান। রাতেই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে বিলকিস খাতুনের পিতার অভিযোগ করে বলেন, ‘তাঁর মেয়েকে তাঁর দেবররা পিটিয়ে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। আমি বিচার দাবী করে থানায় অভিযোগ করেছি।’