ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিনজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ শ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন গোডাউন এলাকায় মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- নওদা বন্ডবিল গ্রামের মণ্টুর ছেলে সজিব ওরফে ফজা (২৫) ও গোবিন্দপুর কাহারপাড়ার কালু বয়াতির ছেলে নিশান (২০)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ শ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতিয়ার রহমান উপজেলার রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই আফসার উদ্দিন ও এএসআই ইমরান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে রুইথনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গড়তকালই আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ তিনজন আটক

আপলোড টাইম : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ১ শ পিস ট্যাপেন্টাডলসহ দুজন আটক করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন গোডাউন এলাকায় মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- নওদা বন্ডবিল গ্রামের মণ্টুর ছেলে সজিব ওরফে ফজা (২৫) ও গোবিন্দপুর কাহারপাড়ার কালু বয়াতির ছেলে নিশান (২০)। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে, আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ শ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতিয়ার রহমান উপজেলার রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই আফসার উদ্দিন ও এএসআই ইমরান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে রুইথনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গড়তকালই আটককৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।