ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় আচরণ বিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার জেহালায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার এক কর্মীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেহালা পশুহাট এলাকার নির্বাচনী ক্যাম্প প্রতিনিধিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিরা জেহালা ইউনিয়নে অনুমোদনের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এছাড়াও ক্যাম্প সম্মুখে বিশালাকার গেইট নির্মাণ এবং গেইট হতে নির্বাচনী ক্যাম্প পর্যন্ত বৈদ্যুতিক আলোকসজ্জাকরণ করা হয়েছে। পূর্বে এ বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হলেও অপসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করেননি। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ফলে ওই ক্যাম্পের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আচরণ বিধি লঙ্ঘন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

আপলোড টাইম : ১০:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার জেহালায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার এক কর্মীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জেহালা পশুহাট এলাকার নির্বাচনী ক্যাম্প প্রতিনিধিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রতিনিধিরা জেহালা ইউনিয়নে অনুমোদনের অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এছাড়াও ক্যাম্প সম্মুখে বিশালাকার গেইট নির্মাণ এবং গেইট হতে নির্বাচনী ক্যাম্প পর্যন্ত বৈদ্যুতিক আলোকসজ্জাকরণ করা হয়েছে। পূর্বে এ বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হলেও অপসারণের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করেননি। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ফলে ওই ক্যাম্পের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাকে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতা করে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল।