ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে সাইড পরিদর্শনে ঠিকাদারী প্রতিষ্ঠান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়ে সাইড পরিদর্শন করলেন স্টেডিয়াম নির্মাণের ঠিকাদার ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রাজ্জাক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রনি আলম নূরের অফিসকক্ষে স্টেডিয়াম নির্মাণ বিষয়ে আলোচনা হয়। কাজের টেন্ডার হওয়ার পর যে ঠিকাদারি প্রতিষ্ঠান স্টেডিয়ামের কাজ পেয়েছে, তাদের সাথে পরিচয় করিয়ে দেন ইউএনও। এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম কাজের সাইড দেখাতে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর তাদের মাঠে নিয়ে এসে ঘুরে দেখান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিজিএম এইচ এম আব্দুস সবুর, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়স আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, পৌরসভার সার্ভেয়ার সামসুন নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় খ.হামিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সম্পাদক খন্দকর টুটুল, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ। এসময় স্টেডিয়ামের নকশা উপজেলা নির্বাহী অফিসারসহ সকলের সামনে তুলে ধরেন প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে সাইড পরিদর্শনে ঠিকাদারী প্রতিষ্ঠান

আপলোড টাইম : ১০:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়ে সাইড পরিদর্শন করলেন স্টেডিয়াম নির্মাণের ঠিকাদার ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রাজ্জাক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রনি আলম নূরের অফিসকক্ষে স্টেডিয়াম নির্মাণ বিষয়ে আলোচনা হয়। কাজের টেন্ডার হওয়ার পর যে ঠিকাদারি প্রতিষ্ঠান স্টেডিয়ামের কাজ পেয়েছে, তাদের সাথে পরিচয় করিয়ে দেন ইউএনও। এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম কাজের সাইড দেখাতে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর তাদের মাঠে নিয়ে এসে ঘুরে দেখান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডিজিএম এইচ এম আব্দুস সবুর, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়স আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, পৌরসভার সার্ভেয়ার সামসুন নাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় খ.হামিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সম্পাদক খন্দকর টুটুল, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ। এসময় স্টেডিয়ামের নকশা উপজেলা নির্বাহী অফিসারসহ সকলের সামনে তুলে ধরেন প্রকল্প প্রকৌশলী শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম।