ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়ার সিডনিতে এক টুকরো চুয়াডাঙ্গা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘দেশ থেকে বহুদূরে, এসো থাকি মিলেমিশে’ প্রতিপাদ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত চুয়াডাঙ্গা জেলাবাসির একটি আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির উপশহর রকডেলে অবস্থিত রেড রোজ ফাংশন সেন্টারে সিডনি এবং ক্যানবেরা শহরে বসবাসরত ৪২টি পরিবারবর্গের প্রায় ১৩৫ জন সদস্য এ মিলনমেলায় অংশ নেন।

উপস্থিত প্রবীণতম সদস্য আকবর আলী কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, “এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আমাদের একে-অপরের সাথে সাক্ষাৎ করার জন্য স্থান এবং সময়ের সুযোগ তৈরি করা। আমরা অনেকেই একে অপরকে অনেক ক্ষেত্রে শুধু নামেই চিনি, আজকের মিলনমেলা আমাদের সাক্ষাতের এবং আলাপচারিতার সুযোগ দিয়েছে।” অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতিস্বরুপ বানী (অপশহড়ষিবফমবসবহঃ ড়ভ ঈড়ঁহঃৎু) পাঠ করেন সুমনা নাজ অনন্যা ও শামীমুল ইসলামের কন্যা সামান্থা। এরপর দ্বিতীয় প্রজন্মের শিশুরা পরিবেশন করেন বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত। শিশুদের প্রচেষ্টায় খুশি হয়ে তাদের পুরস্কৃত করেন ডা. হাবিব হাসান শিল্পী।

মিলনমেলায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুর রহমান আলো এবং বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সালাহউদ্দিন সুইট। তাঁদের বক্তব্যে প্রবাসী চুয়াডাঙ্গা জেলাবাসীর একে-অপরের সাথে সৌহার্দ্য এবং প্রীতির সম্পর্ক সুদৃঢ় করার তাৎপর্য উঠে আসে।
অনুষ্ঠানের আকর্ষনীয় অংশটি ছিলো চুয়াডাঙ্গা জেলার ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে একটি অনলাইন গেমের প্রতিযোগিতা। এসময় উপস্থিত সকলে চুয়াডাঙ্গার প্রতি এক গভীর নাড়ীর টান অনূভব করেন। অনুষ্ঠানে এছাড়াও ঐতিহ্যবাহী বাংলা সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিশিষ্ট আলোকচিত্রশিল্পী এলান খানের তোলা গ্রুপ ফটোর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপনি হয়। সকলের প্রাণবন্ত উপস্থিতি হলটিকে একটি ছোট চুয়াডাঙ্গায় পরিণত করে।

উৎসবের আমেজে ঘেরা এ মিলনমেলায় উপস্থিত সকলে প্রত্যয় ব্যক্ত করেন যে, অরাজনৈতিক, অলাভজনক এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অটুট রেখে এই বার্ষিক মিলনমেলা চালিয়ে যাবার লক্ষ্যে কাজ করে যাবেন। “বিরোধের পরিবর্তে ঐক্য” এ মূলমন্ত্র হবে আগামীর পথ চলার পাথেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অস্ট্রেলিয়ার সিডনিতে এক টুকরো চুয়াডাঙ্গা

আপলোড টাইম : ০২:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক:‘দেশ থেকে বহুদূরে, এসো থাকি মিলেমিশে’ প্রতিপাদ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত চুয়াডাঙ্গা জেলাবাসির একটি আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সিডনির উপশহর রকডেলে অবস্থিত রেড রোজ ফাংশন সেন্টারে সিডনি এবং ক্যানবেরা শহরে বসবাসরত ৪২টি পরিবারবর্গের প্রায় ১৩৫ জন সদস্য এ মিলনমেলায় অংশ নেন।

উপস্থিত প্রবীণতম সদস্য আকবর আলী কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, “এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আমাদের একে-অপরের সাথে সাক্ষাৎ করার জন্য স্থান এবং সময়ের সুযোগ তৈরি করা। আমরা অনেকেই একে অপরকে অনেক ক্ষেত্রে শুধু নামেই চিনি, আজকের মিলনমেলা আমাদের সাক্ষাতের এবং আলাপচারিতার সুযোগ দিয়েছে।” অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতিস্বরুপ বানী (অপশহড়ষিবফমবসবহঃ ড়ভ ঈড়ঁহঃৎু) পাঠ করেন সুমনা নাজ অনন্যা ও শামীমুল ইসলামের কন্যা সামান্থা। এরপর দ্বিতীয় প্রজন্মের শিশুরা পরিবেশন করেন বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত। শিশুদের প্রচেষ্টায় খুশি হয়ে তাদের পুরস্কৃত করেন ডা. হাবিব হাসান শিল্পী।

মিলনমেলায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুর রহমান আলো এবং বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সালাহউদ্দিন সুইট। তাঁদের বক্তব্যে প্রবাসী চুয়াডাঙ্গা জেলাবাসীর একে-অপরের সাথে সৌহার্দ্য এবং প্রীতির সম্পর্ক সুদৃঢ় করার তাৎপর্য উঠে আসে।
অনুষ্ঠানের আকর্ষনীয় অংশটি ছিলো চুয়াডাঙ্গা জেলার ইতিহাস ও সংস্কৃতির উপর ভিত্তি করে একটি অনলাইন গেমের প্রতিযোগিতা। এসময় উপস্থিত সকলে চুয়াডাঙ্গার প্রতি এক গভীর নাড়ীর টান অনূভব করেন। অনুষ্ঠানে এছাড়াও ঐতিহ্যবাহী বাংলা সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিশিষ্ট আলোকচিত্রশিল্পী এলান খানের তোলা গ্রুপ ফটোর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপনি হয়। সকলের প্রাণবন্ত উপস্থিতি হলটিকে একটি ছোট চুয়াডাঙ্গায় পরিণত করে।

উৎসবের আমেজে ঘেরা এ মিলনমেলায় উপস্থিত সকলে প্রত্যয় ব্যক্ত করেন যে, অরাজনৈতিক, অলাভজনক এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অটুট রেখে এই বার্ষিক মিলনমেলা চালিয়ে যাবার লক্ষ্যে কাজ করে যাবেন। “বিরোধের পরিবর্তে ঐক্য” এ মূলমন্ত্র হবে আগামীর পথ চলার পাথেয়।