ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

অগ্রগতি না থাকায় দাতাদের টাকা ফেরতের সিদ্ধান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধন, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণ এবং হাসপাতাল অনুমোদনে বিশেষ অগ্রগতি না থাকায় সংগৃহীত টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকলের মতামত নিয়ে সভাপতি আপাতত তহবিলে নগদ জমাকৃত, যার যার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, ‘হাসপাতালের অনুমোদন পাওয়া গেলে আমরা পুনরায় দাতাদের সঙ্গে যোগাযোগ করব।’

সভায় বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, মো. আলা উদ্দিন, সদস্য গোলাম রহমান সিঞ্জুল মিয়া, এনামুল কবীর, খন্দকার হামিদুল ইসলাম আজম, কামরুজ্জামান হীরা, আকবর হোসেন আকু, মুজিবুল ইসলাম, হাবিবুল করিম চঞ্চল, মো. ইউনুস আলী, মো. ইমরুল কায়েস, মো. জয়নাল আবেদীন ক্যাপ, মো. আশরাফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ, শফিউল হাসান প্রমুখ।

সভাপতি আন্তরিকভাবে হাসপাতাল স্থাপনে উদ্যোগ গ্রহণ ও সময় দেওয়ার জন্য এমপি মহোদয়, হাসপাতাল বাস্তবায়ন পরিষদ, উপদেষ্টা পরিষদ, সাংবাদিকবৃন্দ, আলমডাঙ্গাবাসী ও দাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অচিরেই হাসপাতাল হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অগ্রগতি না থাকায় দাতাদের টাকা ফেরতের সিদ্ধান্ত

আপলোড টাইম : ০২:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধন, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণ এবং হাসপাতাল অনুমোদনে বিশেষ অগ্রগতি না থাকায় সংগৃহীত টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সকলের মতামত নিয়ে সভাপতি আপাতত তহবিলে নগদ জমাকৃত, যার যার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, ‘হাসপাতালের অনুমোদন পাওয়া গেলে আমরা পুনরায় দাতাদের সঙ্গে যোগাযোগ করব।’

সভায় বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, মো. আলা উদ্দিন, সদস্য গোলাম রহমান সিঞ্জুল মিয়া, এনামুল কবীর, খন্দকার হামিদুল ইসলাম আজম, কামরুজ্জামান হীরা, আকবর হোসেন আকু, মুজিবুল ইসলাম, হাবিবুল করিম চঞ্চল, মো. ইউনুস আলী, মো. ইমরুল কায়েস, মো. জয়নাল আবেদীন ক্যাপ, মো. আশরাফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ, শফিউল হাসান প্রমুখ।

সভাপতি আন্তরিকভাবে হাসপাতাল স্থাপনে উদ্যোগ গ্রহণ ও সময় দেওয়ার জন্য এমপি মহোদয়, হাসপাতাল বাস্তবায়ন পরিষদ, উপদেষ্টা পরিষদ, সাংবাদিকবৃন্দ, আলমডাঙ্গাবাসী ও দাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অচিরেই হাসপাতাল হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।