ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আজিম উদ্দীন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে তাদের বাড়ির আঙ্গিনায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আজিম পেশায় মাইক্রোবাস চালক। তিনি উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে।
জানা গেছে, আজিমদের সঙ্গে চাচাতো ভাই মেহেদী হাসানদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে ইসরাইল হোসেনের ছেলে চাচাতো ভাই মেহেদী ও আজিমের তর্কবিতর্ক হয়। এর একপর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় মালিয়াট ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এ ঘটনায় তত্বিপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তফসির হোসেন ও টুআইসি মসিউল আজম অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

আপলোড টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আজিম উদ্দীন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে তাদের বাড়ির আঙ্গিনায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আজিম পেশায় মাইক্রোবাস চালক। তিনি উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলি গ্রামের রমজান আলীর ছেলে।
জানা গেছে, আজিমদের সঙ্গে চাচাতো ভাই মেহেদী হাসানদের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামে ইসরাইল হোসেনের ছেলে চাচাতো ভাই মেহেদী ও আজিমের তর্কবিতর্ক হয়। এর একপর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় মালিয়াট ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান খান বলেন, এ ঘটনায় তত্বিপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তফসির হোসেন ও টুআইসি মসিউল আজম অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।