ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

রাত পার হলেই কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নির্বাচন

প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

প্রতিবেদক, কুড়ুলগাছি:
  • আপলোড টাইম : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

রাত পার হলেই আগামীকাল শুক্রবার দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে ১২টি পদের বিপরীতে ৮ জন সদস্য ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির গুরুত্বপূর্ণ বাকি ৪টি পদ সভাপতি (চেয়ারম্যান), ম্যানেজার (সম্পাদক), সহসভাপতি ও ১ নম্বর ওয়ার্ডে পদে সদস্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আগামীকাল শুক্রবার ২৫ অক্টোবর দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৬৩৮ জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা ইতোমধ্যেই দর্শনা থানা পুলিশ ও ডিএসবিকে অবগত করেছি। এছাড়াও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সমিতির নিজ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমবায় সমিতির মধ্যে অন্যতম কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির লিমিটেড। বাংলাদেশের একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভূষিত ও দুইবার স্বর্ণপদকপ্রাপ্ত দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেড। আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে ১২টি পদের বিপরীতে সভাপতি পদে আশরাফুল হক (মোরগ) ও ইদ্রিস আলী (ছাতা), সহসভাপতি পদে মো. সাজেদুর রহমান পিণ্টু (হরিণ) ও মো. আফাজ উদ্দীন (আনারস), ম্যানেজার (সাধারণ সম্পাদক) পদে মো. আব্দুল হাকিম (তালাচাবি) ও মো. জিয়াউর রহমান (মই) এবং ১ নম্বর ওয়ার্ডে আবু আবদুল্লাহ (মাছ) ও ছামাদ আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধি অনুযায়ী ২ হতে ৯ নম্বর পর্যন্ত সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ, ৩ নম্বর ওয়ার্ডে হাসান আলী, ৪ নম্বর ওয়ার্ডে হাসেম আলী, ৫ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে রমযান আলী, ৭ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে জামির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে আসিকুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রাত পার হলেই কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নির্বাচন

প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

আপলোড টাইম : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

রাত পার হলেই আগামীকাল শুক্রবার দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে ১২টি পদের বিপরীতে ৮ জন সদস্য ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমিতির গুরুত্বপূর্ণ বাকি ৪টি পদ সভাপতি (চেয়ারম্যান), ম্যানেজার (সম্পাদক), সহসভাপতি ও ১ নম্বর ওয়ার্ডে পদে সদস্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, আগামীকাল শুক্রবার ২৫ অক্টোবর দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৬৩৮ জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা ইতোমধ্যেই দর্শনা থানা পুলিশ ও ডিএসবিকে অবগত করেছি। এছাড়াও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সমিতির নিজ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমবায় সমিতির মধ্যে অন্যতম কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির লিমিটেড। বাংলাদেশের একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে ভূষিত ও দুইবার স্বর্ণপদকপ্রাপ্ত দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতি লিমিটেড। আগামীকাল শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে ১২টি পদের বিপরীতে সভাপতি পদে আশরাফুল হক (মোরগ) ও ইদ্রিস আলী (ছাতা), সহসভাপতি পদে মো. সাজেদুর রহমান পিণ্টু (হরিণ) ও মো. আফাজ উদ্দীন (আনারস), ম্যানেজার (সাধারণ সম্পাদক) পদে মো. আব্দুল হাকিম (তালাচাবি) ও মো. জিয়াউর রহমান (মই) এবং ১ নম্বর ওয়ার্ডে আবু আবদুল্লাহ (মাছ) ও ছামাদ আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধি অনুযায়ী ২ হতে ৯ নম্বর পর্যন্ত সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ, ৩ নম্বর ওয়ার্ডে হাসান আলী, ৪ নম্বর ওয়ার্ডে হাসেম আলী, ৫ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে রমযান আলী, ৭ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে জামির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে আসিকুর রহমান।