ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় এইচপিভি টিকাদান প্রশিক্ষণ কর্মশালা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • / ৬ বার পড়া হয়েছে

জরায়ুমুখে ক্যানসার রোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলমডাঙ্গায় দুই দিনব্যাপী টিকাদান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার কনভেনশন হলে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, ‘বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসব ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে জরায়ুমুখে ক্যানসার চতুর্থ সর্বোচ্চ। কিন্তু বাংলাদেশে নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নবদিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে।’

জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধী এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক, টিকাদান সুপারভাইজার মো. বিল্লাল হোসেন ও টিকাদান সহকারী লিমন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেস উদ্দিন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বকুল হোসেন, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মোহাম্মদ জাকারিয়াসহ আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মসজিদের ইমামগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় এইচপিভি টিকাদান প্রশিক্ষণ কর্মশালা

আপলোড টাইম : ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জরায়ুমুখে ক্যানসার রোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলমডাঙ্গায় দুই দিনব্যাপী টিকাদান প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার কনভেনশন হলে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, ‘বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসব ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে জরায়ুমুখে ক্যানসার চতুর্থ সর্বোচ্চ। কিন্তু বাংলাদেশে নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি কৈশোরকালীন স্বাস্থ্যসেবার এক নবদিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করে।’

জরায়ুমুখে ক্যানসার প্রতিরোধী এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক, টিকাদান সুপারভাইজার মো. বিল্লাল হোসেন ও টিকাদান সহকারী লিমন হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেস উদ্দিন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বকুল হোসেন, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মোহাম্মদ জাকারিয়াসহ আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মসজিদের ইমামগণ।