ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চিরনিদ্রায় শায়িত হলেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের বোন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মেজো বোন সুফিয়া আহমেদ। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা মসজিদে মরহুমার জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় বোনের স্মৃতিচারণ করে কথা বলেন এবং দোয়া চান মেজ ভাই সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও ছোট ভাই সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এর আগে গত রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়া আহমেদ।
জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রসিদ, রেজাউল করিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নাগদাহ ইউপি চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আল মাহামুদ রতন, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, আত্মীয়-স্বজনসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার জোর্য়াদ্দার পরিবারে মরহুমা সুফিয়া আহমেদের জন্ম। বাবা মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার ও মা আছিয়া খাতুনের মেজো মেয়ে সুফিয়া আহমদ। তিনি উচ্চশিক্ষিত ও দানশীল ছিলেন। মরহুম সুফিয়া আহামেদ ও তার স্বামী ড. সাদিক আহামেদ উচ্চ শিক্ষার জন্য কানাডাতে গিয়েছিলেন। কানাডা থেকে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং বিভাগীয় প্রধান হন। রাজশাহী থেকে ১৯৭৪ সালে কুয়েত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে যোগদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চিরনিদ্রায় শায়িত হলেন এমপি ছেলুন জোয়ার্দ্দারের বোন

আপলোড টাইম : ০৯:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের মেজো বোন সুফিয়া আহমেদ। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা মসজিদে মরহুমার জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় বোনের স্মৃতিচারণ করে কথা বলেন এবং দোয়া চান মেজ ভাই সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও ছোট ভাই সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এর আগে গত রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়া আহমেদ।
জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রসিদ, রেজাউল করিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নাগদাহ ইউপি চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান লোটাস, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, মোমিনপুর ইউপি চেয়ারম্যান আল মাহামুদ রতন, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, আত্মীয়-স্বজনসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার জোর্য়াদ্দার পরিবারে মরহুমা সুফিয়া আহমেদের জন্ম। বাবা মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার ও মা আছিয়া খাতুনের মেজো মেয়ে সুফিয়া আহমদ। তিনি উচ্চশিক্ষিত ও দানশীল ছিলেন। মরহুম সুফিয়া আহামেদ ও তার স্বামী ড. সাদিক আহামেদ উচ্চ শিক্ষার জন্য কানাডাতে গিয়েছিলেন। কানাডা থেকে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং বিভাগীয় প্রধান হন। রাজশাহী থেকে ১৯৭৪ সালে কুয়েত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে যোগদান করেন।