ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ব্যাটারি ও দর্শনায় ইজিবাইক চুরি

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহর থেকে দিন-দুপুরে একটি ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা সাহিত্য পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ব্যাটারি চুরি যাওয়া ইজিকাইকটির চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম।

তিনি জানান, গতকাল বিকেলে সাহিত্য পরিষদের সামনে বাইতুল মামুর জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন ইজিবাইক চালক আবুল কাশেম। নামাজের আগে ইজিবাইকটি মসজিদের সামনে রেখে দেন। ১০ মিনিটের মধ্যে নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হয়ে দেখেন ইজিবাইকের একটি ব্যাটারি নেই। এসময় তিনি অসহায় হয়ে বিভিন্ন মানুষের কাছে কাউকে ব্যাটারি নিতে দেখেছেন কি না জানতে চেয়ে ছোটাছুটিও করেন। আবুল কাশেম জানান, তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করবেন।

এদিকে, গতকাল ভোরে দামুড়হুদার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমনের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। গতকালই তিনি চুরির বিষয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন। ইমন দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত নয়তুনের ছেলে। ইমন জানান, ইজিবাইকটি তার আয়ের একমাত্র উৎস। প্রতিদিন ভাড়া শেষে রাতে ইজিবাইকটি নিজ বাড়িতেই চার্জে রাখেন। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন গেইট ভাঙা এবং তার ইজিবাইকটি নেই। গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ করেও তিনি ইজিবাইকের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী ইজিবাইকের মালিক বলেন, ‘সকালে ঘুম ভেঙেই জানতে পারি উঠান থেকে আমার ইজিবাইক চুরি হয়েছে। বাড়ির মেইন গেটের ভাঙা তালা অবস্থায় পড়ে আছে। চোরেরা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে উঠানে চার্জে থাকা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। ইজিবাইকটি আমার আয়ের উৎস ছিল।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিরব হোসেন চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটির তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ব্যাটারি ও দর্শনায় ইজিবাইক চুরি

আপলোড টাইম : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহর থেকে দিন-দুপুরে একটি ইজিবাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা সাহিত্য পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ব্যাটারি চুরি যাওয়া ইজিকাইকটির চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম।

তিনি জানান, গতকাল বিকেলে সাহিত্য পরিষদের সামনে বাইতুল মামুর জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন ইজিবাইক চালক আবুল কাশেম। নামাজের আগে ইজিবাইকটি মসজিদের সামনে রেখে দেন। ১০ মিনিটের মধ্যে নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হয়ে দেখেন ইজিবাইকের একটি ব্যাটারি নেই। এসময় তিনি অসহায় হয়ে বিভিন্ন মানুষের কাছে কাউকে ব্যাটারি নিতে দেখেছেন কি না জানতে চেয়ে ছোটাছুটিও করেন। আবুল কাশেম জানান, তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করবেন।

এদিকে, গতকাল ভোরে দামুড়হুদার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমনের বাড়ি থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। গতকালই তিনি চুরির বিষয়ে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেন। ইমন দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত নয়তুনের ছেলে। ইমন জানান, ইজিবাইকটি তার আয়ের একমাত্র উৎস। প্রতিদিন ভাড়া শেষে রাতে ইজিবাইকটি নিজ বাড়িতেই চার্জে রাখেন। গতকাল সকালে ঘুম থেকে উঠে দেখেন গেইট ভাঙা এবং তার ইজিবাইকটি নেই। গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ করেও তিনি ইজিবাইকের কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী ইজিবাইকের মালিক বলেন, ‘সকালে ঘুম ভেঙেই জানতে পারি উঠান থেকে আমার ইজিবাইক চুরি হয়েছে। বাড়ির মেইন গেটের ভাঙা তালা অবস্থায় পড়ে আছে। চোরেরা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে উঠানে চার্জে থাকা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। ইজিবাইকটি আমার আয়ের উৎস ছিল।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিরব হোসেন চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটির তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।