ইপেপার । আজশনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে

‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হবে। এবারের শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। আমাদের যেসব প্রতিষ্ঠানে ডিজিটাল মাধ্যম রয়েছে, সেখানে মুজিববর্ষের বিভিন্ন দিক তুলে ধরা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সপ্তাহকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সচেতনতায় ও আনন্দ দিতে নানা ধরনের আয়োজন করা হবে। যেসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, সেখানে মিনা কার্টুন ও নানা ধরনের শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করা হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ সংক্রান্ত ব্যানার-ফেস্টুনসহ নানা প্রচার-প্রচারণাও চালানো হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে

আপলোড টাইম : ০৪:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হবে। এবারের শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’। আমাদের যেসব প্রতিষ্ঠানে ডিজিটাল মাধ্যম রয়েছে, সেখানে মুজিববর্ষের বিভিন্ন দিক তুলে ধরা হবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সপ্তাহকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সচেতনতায় ও আনন্দ দিতে নানা ধরনের আয়োজন করা হবে। যেসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে, সেখানে মিনা কার্টুন ও নানা ধরনের শিক্ষামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করা হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ সংক্রান্ত ব্যানার-ফেস্টুনসহ নানা প্রচার-প্রচারণাও চালানো হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।