ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা প্রেসক্লাবে রুস্তমের মা ঠেকারী খাতুনের সাংবাদিক সম্মেলন ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • / ৩০৮ বার পড়া হয়েছে

IMG_20161201_183508

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা প্রেসক্লাবে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের ঠেকারী খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর দিনগত রাতে ঘুমন্ত অবস্থায় আমার ছেলে রুস্তমকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। যারা তুলে নিয়ে যায় তাদের গায়ে কালো রঙের র‌্যাব লেখা পোশাক ছিল। সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ফাঁড়ি পুলিশ থানা, ঝিনাইদাহ র‌্যাব ক্যাম্প, ডিবি অফিসে খোঁজ করেও আমার ছেলে রুস্তমকে খুঁজে পাইনি। সন্তানকে খুঁজে না পেয়ে তিয়রবিলা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী ঠেকারী খাতুন কান্নায় ভেঙে পড়ে। অসহায় ঠেকারী খাতুনের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে। সে কাঁদে আর প্রলাব বকতে থাকে আমার ছেলে কোন অপরাধের সাথে জড়িত নয়। লিখিত বক্তবে ঠেকারী খাতুন জানান, আমি এবং আমার দেবর আলমডাঙ্গা থানায় আমার ছেলের ব্যাপারে জিডি করতে গেলেও থানা পুলিশ জিডি নিচ্ছে না। পুলিশ বলছে র‌্যাব ধরে নিয়ে গেছে প্রয়োজনে র‌্যাবের বিরুদ্ধে কোর্টে মামলা করে দাও। আমার ছেলেকে খুজে পেতে আর কত জনের দারে দারে ঘুরব। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের বিশেষ করে পুলিশ বিভাগ, র‌্যাব ও ডিবি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা প্রেসক্লাবে রুস্তমের মা ঠেকারী খাতুনের সাংবাদিক সম্মেলন ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

আপলোড টাইম : ১২:২১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬

IMG_20161201_183508

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা প্রেসক্লাবে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের ঠেকারী খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ২৩ নভেম্বর দিনগত রাতে ঘুমন্ত অবস্থায় আমার ছেলে রুস্তমকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। যারা তুলে নিয়ে যায় তাদের গায়ে কালো রঙের র‌্যাব লেখা পোশাক ছিল। সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ফাঁড়ি পুলিশ থানা, ঝিনাইদাহ র‌্যাব ক্যাম্প, ডিবি অফিসে খোঁজ করেও আমার ছেলে রুস্তমকে খুঁজে পাইনি। সন্তানকে খুঁজে না পেয়ে তিয়রবিলা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী ঠেকারী খাতুন কান্নায় ভেঙে পড়ে। অসহায় ঠেকারী খাতুনের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে। সে কাঁদে আর প্রলাব বকতে থাকে আমার ছেলে কোন অপরাধের সাথে জড়িত নয়। লিখিত বক্তবে ঠেকারী খাতুন জানান, আমি এবং আমার দেবর আলমডাঙ্গা থানায় আমার ছেলের ব্যাপারে জিডি করতে গেলেও থানা পুলিশ জিডি নিচ্ছে না। পুলিশ বলছে র‌্যাব ধরে নিয়ে গেছে প্রয়োজনে র‌্যাবের বিরুদ্ধে কোর্টে মামলা করে দাও। আমার ছেলেকে খুজে পেতে আর কত জনের দারে দারে ঘুরব। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের বিশেষ করে পুলিশ বিভাগ, র‌্যাব ও ডিবি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।