ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও ১৯০ টন মাছ আহরনের লক্ষ্য মাত্রায় কোটচাঁদপুর বলুহর বাওড়ের মৎস্য আহরনের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
  • / ৪১৬ বার পড়া হয়েছে

kotchandpur pic-24-11-16কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও ১৯০টন মাছ আহরনের লক্ষ্য মাত্রায় কোটচাঁদপুর বলুহর বাওড়ের মৎস্য আহরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বজরাপুরঘাটে এ মৎস্য আহরনের উদ্বোধন করা হয়।  সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত বছর ১৯০টনের লক্ষ্য মাত্রা নিয়ে বলুহর বাওড়ের মৎস্য আহরন শুরু করেন বাওড় ম্যানেজার সিদ্দিকুজ্জামান। কাক্ষিত লক্ষ্য মাত্রার অর্জন হয় ১৩২টন মাছ। এ বছর আবারও ১৯০টন মাছ আহরনের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বাওড়টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নিবার্হী অফিসার শাম্মী ইসলাম। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রনজিত কুমার পাল। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক ডাঃ শেখ শফিকুর রহমান, মহেশপুর উপজেলার নিবার্হী অফিসার আশাফুর রহমান, যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক হরেন্দ্র নাথ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান লুথান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল। বাওড়ের সমস্য তুলে ধরে রনজিত হালদার বলেন, মাছ আহরনের পর থেকে সরকার দলীয় মানুষের অনেক চাপের মুখে পড়তে হয় আমাদের। এছাড়া ছিনতাই, পরিবহন সমস্যা, চুরিতো আছেই। এ ব্যাপারে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, নেতৃবৃন্দ বলেন, মৎস্য আহরন ও বিপননের জন্য যত প্রকার সহায়তা লাগে তা তাদের দেয়া হবে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা হলে তারা বলেন প্রতি বছর এ ধরনে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে বাওড়ের মৎস্য আহরন উদ্বোধন হয়। দেয়া হয় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। বছর শেষে বাওড়ে আবারও লোকসান। আর ব্যবস্থনাপনা ওই একই থাকে। তবে এ বছর কথার কতটা কাজ হয় তা দেখার অপেক্ষায় এলাকাবাসী। বিষয়টি নিয়ে কথা হয় বাওড় ম্যানেজার সিদ্দিকুজ্জামানের সঙ্গে তিনি বলেন, গেল বছর আমি আহরনের মাঝে আসছিলাম। মাছ কতটা ছাড়া ছিল তা জানা ছিলনা। এ বছর এলক্ষ্য মাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও ১৯০ টন মাছ আহরনের লক্ষ্য মাত্রায় কোটচাঁদপুর বলুহর বাওড়ের মৎস্য আহরনের উদ্বোধন

আপলোড টাইম : ০৩:৩০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬

kotchandpur pic-24-11-16কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও ১৯০টন মাছ আহরনের লক্ষ্য মাত্রায় কোটচাঁদপুর বলুহর বাওড়ের মৎস্য আহরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বজরাপুরঘাটে এ মৎস্য আহরনের উদ্বোধন করা হয়।  সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত বছর ১৯০টনের লক্ষ্য মাত্রা নিয়ে বলুহর বাওড়ের মৎস্য আহরন শুরু করেন বাওড় ম্যানেজার সিদ্দিকুজ্জামান। কাক্ষিত লক্ষ্য মাত্রার অর্জন হয় ১৩২টন মাছ। এ বছর আবারও ১৯০টন মাছ আহরনের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বাওড়টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নিবার্হী অফিসার শাম্মী ইসলাম। প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রনজিত কুমার পাল। বিশেষ অতিথি প্রকল্প পরিচালক ডাঃ শেখ শফিকুর রহমান, মহেশপুর উপজেলার নিবার্হী অফিসার আশাফুর রহমান, যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক হরেন্দ্র নাথ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান লুথান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল। বাওড়ের সমস্য তুলে ধরে রনজিত হালদার বলেন, মাছ আহরনের পর থেকে সরকার দলীয় মানুষের অনেক চাপের মুখে পড়তে হয় আমাদের। এছাড়া ছিনতাই, পরিবহন সমস্যা, চুরিতো আছেই। এ ব্যাপারে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, নেতৃবৃন্দ বলেন, মৎস্য আহরন ও বিপননের জন্য যত প্রকার সহায়তা লাগে তা তাদের দেয়া হবে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা হলে তারা বলেন প্রতি বছর এ ধরনে আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে বাওড়ের মৎস্য আহরন উদ্বোধন হয়। দেয়া হয় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি। বছর শেষে বাওড়ে আবারও লোকসান। আর ব্যবস্থনাপনা ওই একই থাকে। তবে এ বছর কথার কতটা কাজ হয় তা দেখার অপেক্ষায় এলাকাবাসী। বিষয়টি নিয়ে কথা হয় বাওড় ম্যানেজার সিদ্দিকুজ্জামানের সঙ্গে তিনি বলেন, গেল বছর আমি আহরনের মাঝে আসছিলাম। মাছ কতটা ছাড়া ছিল তা জানা ছিলনা। এ বছর এলক্ষ্য মাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করা যায়।