ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তিতুদহ তেঘরীতে গভীর রাতে আবারও চোরের হানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
  • / ৩১৭ বার পড়া হয়েছে

er5তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের তেঘরীতে গতকাল গভীর রাতে আজিজুলের বাড়িতে চোরচক্র হানা দেয়। তেঘরীর হঠাৎপাড়ায় আজিজুল ইসলাম আজিজের বাড়ি থেকে গতরাত প্রায় সাড়ে ১১টার দিকে এক জোড়া বড় গরু চুরি করে নিয়ে চোরের দল। আজিজুল রাতে গরুর খাবার দিতে গিয়ে দেখে গোয়ালে গরু নেই। তখন আজিজুল গরু চুরি হয়ে গেছে বলে চিৎকার দিলে তেঘরী ও কলাগাছি দুই গ্রামের মানুষ একত্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ধাওয়া দিলে কলাগাছির মাঠে গরু ফেলে চোরচক্র পালিয়ে যায়। গরীব কৃষক আজিজ গরু ফিরে পেলেও এ নিয়ে গত ৫ মাসে তিতুদহের বিভিন্ন গ্রাম থেকে ৫ থেকে ৭টির মতো গরু চুরি হয়ে গেলেও স্থানীয় বঙ্কিরা ও তিতুদহ দুই ক্যাম্পের পুলিশ তার কিছুই জানে না। নাকি জেনেও না জানার ভান করছে তা নিয়েও আছে ভাবনা। যদি পুলিশ রাতের ডিউটি/দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে তাহলে হয়তো চুরির হাত থেকে রক্ষা পাবে চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকা তিতুদহের হতদরিদ্র কৃষকেরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহ তেঘরীতে গভীর রাতে আবারও চোরের হানা

আপলোড টাইম : ০৬:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬

er5তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের তেঘরীতে গতকাল গভীর রাতে আজিজুলের বাড়িতে চোরচক্র হানা দেয়। তেঘরীর হঠাৎপাড়ায় আজিজুল ইসলাম আজিজের বাড়ি থেকে গতরাত প্রায় সাড়ে ১১টার দিকে এক জোড়া বড় গরু চুরি করে নিয়ে চোরের দল। আজিজুল রাতে গরুর খাবার দিতে গিয়ে দেখে গোয়ালে গরু নেই। তখন আজিজুল গরু চুরি হয়ে গেছে বলে চিৎকার দিলে তেঘরী ও কলাগাছি দুই গ্রামের মানুষ একত্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ধাওয়া দিলে কলাগাছির মাঠে গরু ফেলে চোরচক্র পালিয়ে যায়। গরীব কৃষক আজিজ গরু ফিরে পেলেও এ নিয়ে গত ৫ মাসে তিতুদহের বিভিন্ন গ্রাম থেকে ৫ থেকে ৭টির মতো গরু চুরি হয়ে গেলেও স্থানীয় বঙ্কিরা ও তিতুদহ দুই ক্যাম্পের পুলিশ তার কিছুই জানে না। নাকি জেনেও না জানার ভান করছে তা নিয়েও আছে ভাবনা। যদি পুলিশ রাতের ডিউটি/দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করে তাহলে হয়তো চুরির হাত থেকে রক্ষা পাবে চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকা তিতুদহের হতদরিদ্র কৃষকেরা।