ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

উথলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ১২৫ বার পড়া হয়েছে

রাসেল হোসেন মুন্না উথলী প্রতিবেদক :

জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে করা হয় ৬ হাজার টাকা জরিমানা। শনিবার (১লা এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিত্রয়ের অপরাধে উথলী বাজারের বাবু স্টোরের স্বত্বাধিকারী বাবু মিয়াকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মিলন স্টোরের স্বত্বাধিকারী আব্দুল আলীকে দুই হাজার ৫০০ টাকা এবং দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত পরিমাপক দণ্ডে কারচুপির অপরাধে মীম গার্মেন্টসের স্বত্বাধিকারী মজনু মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড টাইম : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

রাসেল হোসেন মুন্না উথলী প্রতিবেদক :

জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে করা হয় ৬ হাজার টাকা জরিমানা। শনিবার (১লা এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিত্রয়ের অপরাধে উথলী বাজারের বাবু স্টোরের স্বত্বাধিকারী বাবু মিয়াকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মিলন স্টোরের স্বত্বাধিকারী আব্দুল আলীকে দুই হাজার ৫০০ টাকা এবং দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত পরিমাপক দণ্ডে কারচুপির অপরাধে মীম গার্মেন্টসের স্বত্বাধিকারী মজনু মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।