প্রতিবাদ করায় ব্যবসায়ীসহ দুজনকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৭ ইং
দামুড়হুদায় ধান বিক্রির কথায় টাকা নিয়ে প্রতারণা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদহ গ্রামের বীজ ভান্ডার এ্যান্ড বস্তা ঘরের মালিক হুমায়ুন কবির (৩৫) ও লেবার ইমাদুলকে পিটিয়ে আহত করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল বিকালে দামুড়হুদা উপজেলার নাটুদহ বাজারে তিষান বীজ ভান্ডারের মালিক হুমায়ুন কবিরের নিকট থেকে চিকন ধান বিক্রয় করার কথা বলে জগন্নাথপুর গ্রামের বগার ছেলে নুরু নগদ ২৬ হাজার টাকা ২০ দিন আগে অগ্রিম নেয়। পরে ধান দিচ্ছি দেব বলে ঘুরাতে থাকে। তখন হুমায়ুন নুরুকে ধান দেওয়ার তাগিদ দিতে থাকে পরবর্তীতে চিকন ধানের পরিবর্তে মোটা ধান দেয়। তাতে হুমায়ুন রাগান্বি^ত হয়ে নুরুকে প্রতারক বলে। সে কারনে নুরু বাড়িতে ফেরত যেয়ে তার ছেলে মুস্তাকসহ আরও ৬/৭ জনকে সাথে নিয়ে লোহার রড ও লাঠি নিয়ে তিষান বীজ ভান্ডার এ্যান্ড বস্তা ঘরে আতর্কিত হামলা চালাই এবং জগন্নাথপুরের মৃত তাহাজ উদ্দীনের ছেলে হুমায়ুন ও মেহেরপুরের ঢোলমারি গ্রামের তছলিমের ছেলে লেবার ইমাদুলকে বেধড়ক মারপিট শুরু করে আহত করে। এসময় দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় হুমায়ুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
কমেন্ট বক্স