মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বামুন্দি ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান : ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০১৭ ইং
গাংনীর বামুন্দি ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান : ৮ কেজি গাঁজাসহ পাচারকারী আটক
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে আট কেজি গাঁজাসহ আলতাব হোসেন (২৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে গাংনী উপজেলার বামুন্দি বাজার সংলগ্ন জামান ফিলিংষ্টেশনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বামুন্দি ফাঁড়ি পুলিশ। মাদক পাচারকারী আলতাব হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিশাকুন্ডি গ্রামের ইয়ার আলী মন্ডলের ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্পের এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক পাচারকারী আলতাব হোসেনকে আটক করে। এসময় তার আলমসাধু তল্লাশী করে বস্তায় ভর্তি আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকালই আটককৃত আলতাব হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন