ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের আয়োজনে জীবননগরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • / ২৯৩ বার পড়া হয়েছে

20161003_105913-1

নিজস্ব প্রতিবেদক: ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা জীবননগর উপজেলা সদরের হোটেল বাসমতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল। জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম নিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন বলে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,  বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে হলে আমাদেরকে অবশ্যই নারী ও শিশুদের উন্নয়নে মনোযোগী হতে হবে। বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। তিনি নারী ও শিশুদের অবস্থা ও অবস্থানের উন্নয়নের জন্য নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার জন্য বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সকল সহায়তা গ্রহণ করে নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  হতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ জানান। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, ‘স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন’ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নরুল হাফিজ এবং ‘নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা’ বিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দীন অধিবেশন পরিচালনা করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ধর্মীয় নেতা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সদস্য, ক্রীড়া সংগঠনের কর্মী, শিক্ষক, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৩০ জন নেতৃস্থানীয় ব্যক্তি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জেলা তথ্য অফিসের আয়োজনে জীবননগরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬

20161003_105913-1

নিজস্ব প্রতিবেদক: ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা জীবননগর উপজেলা সদরের হোটেল বাসমতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল। জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম নিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন বলে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,  বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে হলে আমাদেরকে অবশ্যই নারী ও শিশুদের উন্নয়নে মনোযোগী হতে হবে। বাল্য বিয়ে, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। তিনি নারী ও শিশুদের অবস্থা ও অবস্থানের উন্নয়নের জন্য নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার জন্য বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সকল সহায়তা গ্রহণ করে নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  হতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ জানান। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, ‘স্যানিটেশন, পরিবেশ ও জন্মনিবন্ধন’ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নরুল হাফিজ এবং ‘নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা’ বিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দীন অধিবেশন পরিচালনা করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ধর্মীয় নেতা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সদস্য, ক্রীড়া সংগঠনের কর্মী, শিক্ষক, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৩০ জন নেতৃস্থানীয় ব্যক্তি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।