ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মমতাজ আহমেদ তাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী খন্দকার হারুন অর-রশিদ ও নৈশপ্রহরী জামাল উদ্দীনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য খান তারিক মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মমতাজ আহমেদ তাজ। অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, আকিদুল ইসলাম, খন্দকার শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুুল, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আব্দুল খালেক, বিদ্যালয়ের সিনিয়র স্টাফ খন্দকার আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সিয়াম। অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমত আরা খাতুন ও নাসরিন সুলতানা। উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৬২ জন শিক্ষার্থী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ

আপলোড টাইম : ০৭:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মমতাজ আহমেদ তাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী খন্দকার হারুন অর-রশিদ ও নৈশপ্রহরী জামাল উদ্দীনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য খান তারিক মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মমতাজ আহমেদ তাজ। অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, আকিদুল ইসলাম, খন্দকার শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুুল, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আব্দুল খালেক, বিদ্যালয়ের সিনিয়র স্টাফ খন্দকার আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সিয়াম। অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমত আরা খাতুন ও নাসরিন সুলতানা। উল্লেখ্য, এ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৬২ জন শিক্ষার্থী।