ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় চার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৩ লাখ টাকা চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার আজিম উদ্দিন সুপার মার্কেটের ৪টি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, চোরেরা দোকানের শার্টার খুলে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ব্যবসায়ীরা গত মঙ্গলবার বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন চোরেরা ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। তবে কোনো মালামাল নেয়নি। ব্যবসায়ীরা জানান, মনোয়ার হোসেন রিয়াজ উদ্দিনের বিভা লাইফ নামের গার্মেন্টসের দোকান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, গোলাম মুক্তাদির বিদ্যুতের শুভেচ্ছা গার্মেন্টস থেকে ৪৫ হাজার টাকা, সাঁইজি পোশাক আঙ্গিনার ক্যাশ ভেঙে ৪৫ হাজার টাকা ও মামুনুর রশিদের মামুন কালেকশন থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। পরে বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ক্যাশিয়ার আলাউদ্দিন মিয়া এবং গার্মেন্টস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে আসেন। মার্কেটের সিসিটিভির ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ১২ মিনিটে মার্কেটের ক্লপসিবল গেটের মধ্যে প্রথমে একজন ও পরে মুখে মাস্ক পরা আরও একজন আসেন। এসময় মুখে মাস্কপরা যুবক সিসিটিভি অন্যদিকে ঘুরিয়ে দেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় চার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৩ লাখ টাকা চুরি

আপলোড টাইম : ০৩:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার আজিম উদ্দিন সুপার মার্কেটের ৪টি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৬টার দিকে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, চোরেরা দোকানের শার্টার খুলে ক্যাশ বাক্স ভেঙে প্রায় ৩ লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, ব্যবসায়ীরা গত মঙ্গলবার বেচাকেনা শেষ করে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন চোরেরা ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। তবে কোনো মালামাল নেয়নি। ব্যবসায়ীরা জানান, মনোয়ার হোসেন রিয়াজ উদ্দিনের বিভা লাইফ নামের গার্মেন্টসের দোকান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, গোলাম মুক্তাদির বিদ্যুতের শুভেচ্ছা গার্মেন্টস থেকে ৪৫ হাজার টাকা, সাঁইজি পোশাক আঙ্গিনার ক্যাশ ভেঙে ৪৫ হাজার টাকা ও মামুনুর রশিদের মামুন কালেকশন থেকে ২৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। পরে বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ক্যাশিয়ার আলাউদ্দিন মিয়া এবং গার্মেন্টস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে আসেন। মার্কেটের সিসিটিভির ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ১২ মিনিটে মার্কেটের ক্লপসিবল গেটের মধ্যে প্রথমে একজন ও পরে মুখে মাস্ক পরা আরও একজন আসেন। এসময় মুখে মাস্কপরা যুবক সিসিটিভি অন্যদিকে ঘুরিয়ে দেয়।