ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজ খাগড়াছড়ি-রাঙামাটি যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান উত্তেজনার মধ্যে এই দুই জেলায় বসবাস করা সকল নাগরিককে শান্ত থাকতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি এসব জেলার বসবাসকারীদের আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।’ এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে করা একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়েছে, ‘আগামীকাল (আজ) শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।’

উল্লেখ্য বুধবার খাগড়াছড়িতে গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবারও খাগড়াছড়ি জেলা সদরে বুধবারের ঘটনার জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মারা গেছেন ৩ জন। এই সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। রাঙামাটিতে গতকাল শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আজ খাগড়াছড়ি-রাঙামাটি যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি

আপলোড টাইম : ০৩:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান উত্তেজনার মধ্যে এই দুই জেলায় বসবাস করা সকল নাগরিককে শান্ত থাকতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি এসব জেলার বসবাসকারীদের আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।’ এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে করা একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়েছে, ‘আগামীকাল (আজ) শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।’

উল্লেখ্য বুধবার খাগড়াছড়িতে গণপিটুনির শিকার হয়ে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবারও খাগড়াছড়ি জেলা সদরে বুধবারের ঘটনার জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মারা গেছেন ৩ জন। এই সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। রাঙামাটিতে গতকাল শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।