ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার কুশাঘাটায় মারামারিতে আহত ২

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৩:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুশাঘাটা গ্রামে জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুশাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- কুশাঘাটা গ্রামে মৃত খোকায় মণ্ডলের ছেলে তমিজ উদ্দিন (৭০) ও তার ছেলে জাফর ইকবাল মিল্টন (৩০)। এ ঘটনায় আহত তমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন তার জমিতে সিমেন্টের পিলার তৈরির কাজ করছিলেন। এসময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিলন, মৃত ইয়া জমিনের ছেলে আবুল কাশেম, আবুল হাশেম, পইফুল, লালন এবং আবুল কাশেমের ছেলে পারভেজ ও আবুল হাসেমের ছেলে টিটন কাজ বন্ধ করতে বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তমিজ উদ্দিন তাদের গালিগালাজ বন্ধ করতে বললে তারা দেশীয় অস্ত্র হাসুয়া, শাবল এবং লাঠি নিয়ে তমিজ উদ্দিন ও তার ছেলে জাফর ইকবাল মিল্টনকে আঘাত করে রক্তাক্ত করেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে জাহাঙ্গীর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার কুশাঘাটায় মারামারিতে আহত ২

আপলোড টাইম : ০৩:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

দামুড়হুদা উপজেলার কুশাঘাটা গ্রামে জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুশাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- কুশাঘাটা গ্রামে মৃত খোকায় মণ্ডলের ছেলে তমিজ উদ্দিন (৭০) ও তার ছেলে জাফর ইকবাল মিল্টন (৩০)। এ ঘটনায় আহত তমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন তার জমিতে সিমেন্টের পিলার তৈরির কাজ করছিলেন। এসময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মিলন, মৃত ইয়া জমিনের ছেলে আবুল কাশেম, আবুল হাশেম, পইফুল, লালন এবং আবুল কাশেমের ছেলে পারভেজ ও আবুল হাসেমের ছেলে টিটন কাজ বন্ধ করতে বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তমিজ উদ্দিন তাদের গালিগালাজ বন্ধ করতে বললে তারা দেশীয় অস্ত্র হাসুয়া, শাবল এবং লাঠি নিয়ে তমিজ উদ্দিন ও তার ছেলে জাফর ইকবাল মিল্টনকে আঘাত করে রক্তাক্ত করেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে জাহাঙ্গীর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।