ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার আসমানখালিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভুয়া চিকিৎসক বাবুলসহ ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার আসমানখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল আসমানখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স নিজামুল অ্যান্ড ব্রাদার্স নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয় ও সার ক্রয়-বিক্রয়ের ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নিজামুল হায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা, মেসার্স মজিবার স্টোরের মালিক মো. মহিবুল ইসলামকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও নি¤œমানের মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স বাবুল ডেন্টাল কেয়ার নামক একটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ডেন্টিস্ট মো. বাবুল হক নিজেকে এক জায়গায় ডেন্টিস্ট হিসেবে পরিচয় দেন। তার প্রেসক্রিপশন ফর্মেও ডেন্টিস্ট পরিচয় দিলেও তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। তিনি ক্লাস এইট পাশ বললেও সনদ দেখাতে পারেননি। তিনি কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না নিয়েই নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করে দাঁতের সব চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন। ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার দায়ে তাকে একই আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বারসহ যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার আসমানখালিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভুয়া চিকিৎসক বাবুলসহ ৩টি প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড টাইম : ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গার আসমানখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে গতকাল আসমানখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স নিজামুল অ্যান্ড ব্রাদার্স নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রয় ও সার ক্রয়-বিক্রয়ের ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নিজামুল হায়দারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা, মেসার্স মজিবার স্টোরের মালিক মো. মহিবুল ইসলামকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও নি¤œমানের মেয়াদবিহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স বাবুল ডেন্টাল কেয়ার নামক একটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ডেন্টিস্ট মো. বাবুল হক নিজেকে এক জায়গায় ডেন্টিস্ট হিসেবে পরিচয় দেন। তার প্রেসক্রিপশন ফর্মেও ডেন্টিস্ট পরিচয় দিলেও তার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। তিনি ক্লাস এইট পাশ বললেও সনদ দেখাতে পারেননি। তিনি কোনো প্রকার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না নিয়েই নামের আগে ডেন্টিস্ট ব্যবহার করে দাঁতের সব চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন। ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার দায়ে তাকে একই আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং চেম্বারসহ যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।