ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি অধিভুক্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

নোবেল সভাপতি ও বাদশা সম্পাদক

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩ বার পড়া হয়েছে

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ-এর চুয়াডঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির সাবেক সভাপতি আরিফ খান ও উপদেষ্টাম-লীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটিতে সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইডেন কলেজের সাদিয়া আফরিন। এছাড়াও কমিটিতে তিনজনকে সহসভাপতি, সাতজনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারজনকে সহ-সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আরও বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজধানীর সাত কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব। প্রতিষ্ঠার সূচনা থেকেই সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতদিন দায়িত্বে থাকব, যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। সাতটি কলেজ অনেক বড় দায়িত্ব, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে চিরন্তন।

সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আল জুবায়ের বাদশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামন্ডলী, অগ্রজ ও অনুজদের প্রতি যারা আমাকে ভরসা করে একটা বড় দায়িত্ব কাঁধে দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একসময়ের অস্থায়ী রাজধানী ছিল। অনেক ইতিহাস আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথারীতি পালন করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘সাত কলেজ মিলে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ হবে একটি পরিবার। যেখানে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ থাকবে, যেকোনো বিপদ, আর্থিক সমস্যাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করব। চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাবি অধিভুক্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

নোবেল সভাপতি ও বাদশা সম্পাদক

আপলোড টাইম : ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ-এর চুয়াডঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির সাবেক সভাপতি আরিফ খান ও উপদেষ্টাম-লীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটিতে সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইডেন কলেজের সাদিয়া আফরিন। এছাড়াও কমিটিতে তিনজনকে সহসভাপতি, সাতজনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও চারজনকে সহ-সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আরও বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজধানীর সাত কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব। প্রতিষ্ঠার সূচনা থেকেই সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতদিন দায়িত্বে থাকব, যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। সাতটি কলেজ অনেক বড় দায়িত্ব, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে চিরন্তন।

সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আল জুবায়ের বাদশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টামন্ডলী, অগ্রজ ও অনুজদের প্রতি যারা আমাকে ভরসা করে একটা বড় দায়িত্ব কাঁধে দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একসময়ের অস্থায়ী রাজধানী ছিল। অনেক ইতিহাস আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথারীতি পালন করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘সাত কলেজ মিলে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ হবে একটি পরিবার। যেখানে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ থাকবে, যেকোনো বিপদ, আর্থিক সমস্যাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করব। চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।’