ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টিসিবির কার্ড বিতরণে দলীয়করণ, সীমান্ত ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

কোনো বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিতের আহ্বান

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহিন মোল্লার অপসারণের দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াত ইসলামী সীমান্ত ইউনিয়ন শাখার আয়োজনে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সচিব শাহিন মোল্লা ১ মাস পেরিয়ে গেলেও পরিষদের সেবা সংক্রান্ত কাজের তালিকা প্রকাশ করেননি। এছাড়াও তার বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, নাগরিক সনদ পেতে সাধারণ মানুষের ভোগান্তি, এবং টিসিবির কার্ড নিয়ে দলীয়করণের অভিযোগ ওঠে।

মানববন্ধনে নেতৃত্ব দেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুবক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন, সাবেক ইউনিয়ন আমির মোহাম্মদ আব্দুস সালাম, সাবেক আমির মো. আতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসানুজ্জামান প্রমুখ।

সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুবক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ইউপি সচিব শাহিন মোল্লা, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক বাদল হোসেন টিসিবির কার্ড নিয়ে বৈষম্য করছেন। তিনি আরও বলেন, সীমান্ত ইউনিয়নে যতটুকু টিসিবির কার্ড আছে, তার মাত্র ৫% জামায়াতকে দেওয়া হচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদেরও কোনো কার্ড দেওয়া হয়নি। সচিব ভয়ে জামায়াত নেতাদের সাথে বৈষম্য করছেন, যা অত্যান্ত দুঃখজনক। এখানে কোনো বৈষম্য চলবে না, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। যদি দলীয়করণ করা হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াত কোনো সন্ত্রাসী সংগঠন নয়, কোনো দখলবাজ নয়, তারা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে।

সীমান্ত ইউপি সচিব শাহিন মোল্লা বলেন, ‘টিসিবির কার্ড নিয়ে আমি কোনো দলীয়করণ করিনি। বরং দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। বিএনপির নেতা-কর্মীরা এলে জামায়াতের নেতা-কর্মীরা আসে না, আবার জামায়াত এলে বিএনপি আসে না। দুই পক্ষই তালিকা দিয়েছে, কাজ এখনও শেষ হয়নি।’

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল জানান, ‘সীমান্ত ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড নিয়ে কিছু সমস্যা হয়েছে, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

টিসিবির কার্ড বিতরণে দলীয়করণ, সীমান্ত ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

কোনো বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিতের আহ্বান

আপলোড টাইম : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহিন মোল্লার অপসারণের দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াত ইসলামী সীমান্ত ইউনিয়ন শাখার আয়োজনে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সচিব শাহিন মোল্লা ১ মাস পেরিয়ে গেলেও পরিষদের সেবা সংক্রান্ত কাজের তালিকা প্রকাশ করেননি। এছাড়াও তার বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, নাগরিক সনদ পেতে সাধারণ মানুষের ভোগান্তি, এবং টিসিবির কার্ড নিয়ে দলীয়করণের অভিযোগ ওঠে।

মানববন্ধনে নেতৃত্ব দেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুবক্কর সিদ্দিক। উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন, সাবেক ইউনিয়ন আমির মোহাম্মদ আব্দুস সালাম, সাবেক আমির মো. আতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসানুজ্জামান প্রমুখ।

সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুবক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, ইউপি সচিব শাহিন মোল্লা, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক বাদল হোসেন টিসিবির কার্ড নিয়ে বৈষম্য করছেন। তিনি আরও বলেন, সীমান্ত ইউনিয়নে যতটুকু টিসিবির কার্ড আছে, তার মাত্র ৫% জামায়াতকে দেওয়া হচ্ছে। এমনকি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদেরও কোনো কার্ড দেওয়া হয়নি। সচিব ভয়ে জামায়াত নেতাদের সাথে বৈষম্য করছেন, যা অত্যান্ত দুঃখজনক। এখানে কোনো বৈষম্য চলবে না, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। যদি দলীয়করণ করা হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াত কোনো সন্ত্রাসী সংগঠন নয়, কোনো দখলবাজ নয়, তারা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে।

সীমান্ত ইউপি সচিব শাহিন মোল্লা বলেন, ‘টিসিবির কার্ড নিয়ে আমি কোনো দলীয়করণ করিনি। বরং দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। বিএনপির নেতা-কর্মীরা এলে জামায়াতের নেতা-কর্মীরা আসে না, আবার জামায়াত এলে বিএনপি আসে না। দুই পক্ষই তালিকা দিয়েছে, কাজ এখনও শেষ হয়নি।’

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল জানান, ‘সীমান্ত ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড নিয়ে কিছু সমস্যা হয়েছে, আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’