ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রকি (৩১) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের মাস্টারপাড়ার পূজা মন্দিরের নিকট তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। জখম রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে শহরের পূজাতলা এলাকায় কয়েকজন যুবক রকিকে বেধড়ক পিটিয়ে আহত করে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়। রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। তবে কে বা কারা রকিকে জখম করার ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তার চিকিৎসার বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নেয়া হয়। কিন্তু তাকে সেখানে নেয়া হয়নি বলে জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত করে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে জখম ছাত্রলীগ কর্মী রকির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, একাধিকবার মোবাইলে কল দিয়েও রকির ফোন রিসিভ না হওয়া ও তার অবস্থান জানতে না পাড়ায় ঘটনা সম্পর্কে এর বেশি কিছু জানা সম্ভব হয়নি। তবে পূজাতলা এলাকার কয়েকজন জানিয়েছেন, রকির সঙ্গে অনেকের সম্পর্ক ভালো ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের কর্মী হওয়ায় স্থানীয়ভাবে রকি প্রভাব খাটিয়ে চলতো। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানা নেই। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৮:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় রকি (৩১) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের মাস্টারপাড়ার পূজা মন্দিরের নিকট তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। জখম রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে শহরের পূজাতলা এলাকায় কয়েকজন যুবক রকিকে বেধড়ক পিটিয়ে আহত করে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়। রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। তবে কে বা কারা রকিকে জখম করার ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তার চিকিৎসার বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নেয়া হয়। কিন্তু তাকে সেখানে নেয়া হয়নি বলে জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত করে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে জখম ছাত্রলীগ কর্মী রকির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, একাধিকবার মোবাইলে কল দিয়েও রকির ফোন রিসিভ না হওয়া ও তার অবস্থান জানতে না পাড়ায় ঘটনা সম্পর্কে এর বেশি কিছু জানা সম্ভব হয়নি। তবে পূজাতলা এলাকার কয়েকজন জানিয়েছেন, রকির সঙ্গে অনেকের সম্পর্ক ভালো ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের কর্মী হওয়ায় স্থানীয়ভাবে রকি প্রভাব খাটিয়ে চলতো। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানা নেই। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’