ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক :
  • আপলোড টাইম : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। এছাড়াও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজ প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী (সা.) রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। বিশ্ব মানবতার জন্য তিনি রেখে গেছেন অনিন্দ্য সুন্দর আদর্শ ও শিক্ষা, যা যুগে যুগে মানুষের জন্য মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

সভায় অন্যান্য বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং মুসলিম উম্মাহর জন্য তার শিক্ষা ও দিকনির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে মহানবী (সা.)-এর সম্মানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া

আপলোড টাইম : ০৮:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সারাদেশের ন্যায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান। এছাড়াও জেলা ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজ প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী (সা.) রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। বিশ্ব মানবতার জন্য তিনি রেখে গেছেন অনিন্দ্য সুন্দর আদর্শ ও শিক্ষা, যা যুগে যুগে মানুষের জন্য মুক্তির পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

সভায় অন্যান্য বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং মুসলিম উম্মাহর জন্য তার শিক্ষা ও দিকনির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে মহানবী (সা.)-এর সম্মানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।