ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় খেলতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ শিশু

উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার নটা বিলের পানিতে পড়ে ফাহিম (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে খাসকররা ইউনিয়নের সানবান্দা রাইসা নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে খুলনার অভিজ্ঞ চার সদস্যের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে। ফাহিম রাইসা সানবান্দা গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল হোসেন মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে বাড়ির পাশে নটা বিলের সাঁকোতে খেলা করছিল শিশু ফাহিম। এসময় ফাহিম পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। পরে পরিবারের সদস্যরা সাঁকোর ওপর থেকে তার পায়ের স্যান্ডেল উদ্ধার করে। এরপর বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালান। তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয়রাও।

ফাহিমের বাবা আব্দুল হোসেন জানান, দুপুরে গোসলের আগে ফাহিম বাড়ির পাশে বিলের সাঁকোর ওপর খেলা করছিল। তার মা বাড়ির মধ্যে আসলে ফাহিম পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে বিকেলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়েছে। বর্ষার কারণে খালে স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, খুলনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। আলমডাঙ্গা থানার অফিনার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় খেলতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ শিশু

উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

আপলোড টাইম : ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলার নটা বিলের পানিতে পড়ে ফাহিম (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে খাসকররা ইউনিয়নের সানবান্দা রাইসা নামক এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টা থেকে খুলনার অভিজ্ঞ চার সদস্যের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে। ফাহিম রাইসা সানবান্দা গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল হোসেন মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে বাড়ির পাশে নটা বিলের সাঁকোতে খেলা করছিল শিশু ফাহিম। এসময় ফাহিম পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। পরে পরিবারের সদস্যরা সাঁকোর ওপর থেকে তার পায়ের স্যান্ডেল উদ্ধার করে। এরপর বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালান। তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয়রাও।

ফাহিমের বাবা আব্দুল হোসেন জানান, দুপুরে গোসলের আগে ফাহিম বাড়ির পাশে বিলের সাঁকোর ওপর খেলা করছিল। তার মা বাড়ির মধ্যে আসলে ফাহিম পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করলেও ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে বিকেলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়েছে। বর্ষার কারণে খালে স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, খুলনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। আলমডাঙ্গা থানার অফিনার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।