ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অসুস্থ মানসিক ভারসাম্যহীন নারীর সেবাই শিক্ষার্থীরা

রেল স্টেশন থেকে নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ১২:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় কলেজ শিক্ষার্থীরা মানবিক উদ্যোগ গ্রহণ করেন। গতকাল রোববার দুপুরে সাকিব বিশ্বাস নামে এক কলেজ শিক্ষার্থী স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এক নারীর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ওই নারীর সাথে কথা বলার চেষ্টা করেন এবং দ্রুত বুঝতে পারেন যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

এসময় সাকিব বিশ্বাস দেখেন ওই নারীর ডান পায়ে গুরুতর জখম রয়েছে এবং সেখানে পোকা বাসা বেঁধেছে। সাকিব বিশ্বাস এ বিষয়ে তার সহপাঠী ও সিনিয়রদের অবহিত করেন। শিক্ষার্থীদের উদ্যোগে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চলছে। শিক্ষার্থীরা রাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিসিন এবং অন্যান্য সামগ্রীও সংগ্রহ করে দিয়েছেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব বিশ্বাস বলেন, ‘স্টেশনে একজন অজ্ঞাত নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখার পর আমরা দ্রুত পদক্ষেপ নিই। তার পায়ে ইনজুরি এবং ক্ষত দেখা যায়, যেখানে পোকা বাসা বেঁধেছে। আমরা চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তার চিকিৎসাসেবা নিশ্চিত করি এবং ফায়ার সার্ভিসের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

আরেক শিক্ষার্থী শাফফাতুল ইসলাম জানান, ‘নারীর পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সবার সহযোগিতা প্রয়োজন।’ এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ফাহিম উদ্দিন, মভিন, মাহবুবুর ইসলাম, আকাশ, মুশফিকুর রহমান, সাদ, রিয়াজুল বাসার, মাহিম বিল্লাহ, আকাশ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অসুস্থ মানসিক ভারসাম্যহীন নারীর সেবাই শিক্ষার্থীরা

রেল স্টেশন থেকে নেওয়া হলো হাসপাতালে

আপলোড টাইম : ১২:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় কলেজ শিক্ষার্থীরা মানবিক উদ্যোগ গ্রহণ করেন। গতকাল রোববার দুপুরে সাকিব বিশ্বাস নামে এক কলেজ শিক্ষার্থী স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এক নারীর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ওই নারীর সাথে কথা বলার চেষ্টা করেন এবং দ্রুত বুঝতে পারেন যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

এসময় সাকিব বিশ্বাস দেখেন ওই নারীর ডান পায়ে গুরুতর জখম রয়েছে এবং সেখানে পোকা বাসা বেঁধেছে। সাকিব বিশ্বাস এ বিষয়ে তার সহপাঠী ও সিনিয়রদের অবহিত করেন। শিক্ষার্থীদের উদ্যোগে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চলছে। শিক্ষার্থীরা রাতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিসিন এবং অন্যান্য সামগ্রীও সংগ্রহ করে দিয়েছেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব বিশ্বাস বলেন, ‘স্টেশনে একজন অজ্ঞাত নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখার পর আমরা দ্রুত পদক্ষেপ নিই। তার পায়ে ইনজুরি এবং ক্ষত দেখা যায়, যেখানে পোকা বাসা বেঁধেছে। আমরা চুয়াডাঙ্গার সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তার চিকিৎসাসেবা নিশ্চিত করি এবং ফায়ার সার্ভিসের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাই।’

আরেক শিক্ষার্থী শাফফাতুল ইসলাম জানান, ‘নারীর পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সবার সহযোগিতা প্রয়োজন।’ এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ফাহিম উদ্দিন, মভিন, মাহবুবুর ইসলাম, আকাশ, মুশফিকুর রহমান, সাদ, রিয়াজুল বাসার, মাহিম বিল্লাহ, আকাশ প্রমুখ।