ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহা’র ছেলে। এর আগে তাকে ধরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায়  ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে সাধারণ জনগণ উত্তম-মধ্যম দেয়। পরে পুলিশের সাথে যোগাযোগ করে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চাঁদাবাজি মামলায় মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ গ্রেফতার

আপলোড টাইম : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহা’র ছেলে। এর আগে তাকে ধরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায়  ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে সাধারণ জনগণ উত্তম-মধ্যম দেয়। পরে পুলিশের সাথে যোগাযোগ করে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে আদালতে সোপর্দ করা হয়েছে।