ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পালানের সময় সাবেক অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় একজন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার দারোগাবাড়ি গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (ফরমাল) ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুরের ভোগরা গ্রামের সানাউল্লাহ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, মানিকগঞ্জের পশ্চিম দাসড়া এলাকার কালিবাড়ি সড়কের সুকুমার সরকারের ছেলে যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা, গাজীপুরের জয়দেবপুর উপজেলার কামারিয়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ও ধামরাই উপজেলার ধুনট দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে রুবেল দেওয়ান।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন খবর নিশ্চিত করে গতকাল দুপুরে জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা থাকায় তিনি সঙ্গীসহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে। তিনি বলেন, আটককৃতদের মধ্যে একজন মুদির দোকানদার ও গাড়িচালক রয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হবে। বাকি তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভারতে পালানের সময় সাবেক অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় একজন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার দারোগাবাড়ি গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (ফরমাল) ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, গাজীপুরের ভোগরা গ্রামের সানাউল্লাহ সরকারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদ আয়নাল, মানিকগঞ্জের পশ্চিম দাসড়া এলাকার কালিবাড়ি সড়কের সুকুমার সরকারের ছেলে যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা, গাজীপুরের জয়দেবপুর উপজেলার কামারিয়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সারোয়ার হোসেন ও ধামরাই উপজেলার ধুনট দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান সিরাজুল ইসলামের ছেলে রুবেল দেওয়ান।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন খবর নিশ্চিত করে গতকাল দুপুরে জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলা থাকায় তিনি সঙ্গীসহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে। তিনি বলেন, আটককৃতদের মধ্যে একজন মুদির দোকানদার ও গাড়িচালক রয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের দুইজনকে ছেড়ে দেওয়া হবে। বাকি তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।