ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে সহায়তা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নোয়াখালীর চৌমুহনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে পুনর্বাসন সহায়তা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চৌমুহনী হেলিপ্যাড মাঠে পুনর্বাসন সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করে। নোয়াখালী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলমের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, আলমডাঙ্গা থানা সভাপতি মাওলানা আকরাম হোসাইন, দামুড়হুদা থানা সেক্রেটারি মোশাররফ হোসেন, দর্শনা থানা সহ-সভাপতি ডা. জসিম উদ্দিন, জীবননগর থানা সাংগঠনিক সম্পাদক মুফতী ইদ্রিস এবং পৌর শাখার সভাপতি শাহজামাল ও নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব তাঁর বক্তব্যে বলেন, ‘ভারতের পানি আগ্রাসনে ভয়াবহ বন্যায় বাংলাদেশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমরা শুরু থেকেই বন্যার্তদের সহায়তায় সাংগঠনিকভাবে কাজ করছি। আজ আমরা জেলার বিভিন্ন শাখা থেকে সংগৃহীত প্রায় ১১ লাখ টাকার সহযোগিতা নিয়ে নোয়াখালী এসেছি। জনগণের দেওয়া আমানত প্রকৃত প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।’ অনুষ্ঠানে ৪৪টি পরিবারকে ১৮টি উন্নতমানের ঢেউটিন, নগদ ৭ হাজার টাকা, পোশাক এবং অন্যান্য হাদিয়া প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে সহায়তা

আপলোড টাইম : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে নোয়াখালীর চৌমুহনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে পুনর্বাসন সহায়তা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চৌমুহনী হেলিপ্যাড মাঠে পুনর্বাসন সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করে। নোয়াখালী জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলমের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা জেলা মুজাহিদ কমিটির সদর মুফতি আব্দুস সালাম, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, আলমডাঙ্গা থানা সভাপতি মাওলানা আকরাম হোসাইন, দামুড়হুদা থানা সেক্রেটারি মোশাররফ হোসেন, দর্শনা থানা সহ-সভাপতি ডা. জসিম উদ্দিন, জীবননগর থানা সাংগঠনিক সম্পাদক মুফতী ইদ্রিস এবং পৌর শাখার সভাপতি শাহজামাল ও নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব তাঁর বক্তব্যে বলেন, ‘ভারতের পানি আগ্রাসনে ভয়াবহ বন্যায় বাংলাদেশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পীর সাহেব চরমোনাইর নির্দেশে আমরা শুরু থেকেই বন্যার্তদের সহায়তায় সাংগঠনিকভাবে কাজ করছি। আজ আমরা জেলার বিভিন্ন শাখা থেকে সংগৃহীত প্রায় ১১ লাখ টাকার সহযোগিতা নিয়ে নোয়াখালী এসেছি। জনগণের দেওয়া আমানত প্রকৃত প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।’ অনুষ্ঠানে ৪৪টি পরিবারকে ১৮টি উন্নতমানের ঢেউটিন, নগদ ৭ হাজার টাকা, পোশাক এবং অন্যান্য হাদিয়া প্রদান করা হয়।