ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান

আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর শহরের শান্তিপাড়া ও আলমডাঙ্গার হারদীতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরা বেগমসহ (৭০) তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। শিপরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল শেখের স্ত্রী। আটক অন্য দুজন হলেন- আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের সরদারপাড়ায় আরব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও গ্রামের শেখপাড়ার সুইট মোল্লার স্ত্রী রেখা খাতুন (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এসময় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমকে আটক করলে তার নিকট থেকে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশ পাওয়া যায়। গতকালই তার বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে, বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গার হারদী সরদারপাড়ায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম গ্রেপ্তার হন। তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। এর কিছু সময়ের মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের শেখপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ৫.৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রেখা খাতুন। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আটক শরিফুল ও রেখার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গ্রেপ্তারকৃত আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরা বেগম দুটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২০টির বেশি মাদক মামলা রয়েছে। নাজমুল হোসেন খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান

আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরাসহ গ্রেপ্তার ৩

আপলোড টাইম : ০৯:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর শহরের শান্তিপাড়া ও আলমডাঙ্গার হারদীতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরা বেগমসহ (৭০) তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। শিপরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল শেখের স্ত্রী। আটক অন্য দুজন হলেন- আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের সরদারপাড়ায় আরব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও গ্রামের শেখপাড়ার সুইট মোল্লার স্ত্রী রেখা খাতুন (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এসময় আলোচিত মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমকে আটক করলে তার নিকট থেকে ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশ পাওয়া যায়। গতকালই তার বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে, বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গার হারদী সরদারপাড়ায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম গ্রেপ্তার হন। তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। এর কিছু সময়ের মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে পাঁচটার দিকে একই গ্রামের শেখপাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ৫.৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রেখা খাতুন। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আটক শরিফুল ও রেখার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গ্রেপ্তারকৃত আলোচিত মাদক স¤্রাজ্ঞী শিপরা বেগম দুটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২০টির বেশি মাদক মামলা রয়েছে। নাজমুল হোসেন খান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’