ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার মতবিনিময়

সকলের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা কঠিন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেছেন, ‘সকলের সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে কাজ করা অনেক কঠিন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।’ চুয়াডাঙ্গা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল সোমবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, পুলিশ যেন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আরও পাশে গিয়ে তাদের আশা-আকাঙ্খা পূরণ করতে পারে, সেটি আমাদের মূল কাজ। পুলিশ ক্লিয়ারেন্স, জিডি থেকে শুরু করে যেসব সেবা প্রার্থীরা আসবেন, তারা যাতে প্রকৃত সেবাটা পায়, সেটার বার্তা সকলকে দেয়া হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে, আপনারা আমাদের অবগত করবেন। আমরা ব্যবস্থা নেব। গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য আপনাদের চোখে যেন আমরা আগেই দেখতে পারি। আমরা সকলে মিলে সর্বোচ্চ চেষ্টা করব, এই চুয়াডাঙ্গার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। আমরা চুয়াডাঙ্গাবাসীকে যেন শান্তিতে রাখতে পারি, সমৃদ্ধির পথ আরও বেশি সম্প্রসারিত করতে পারি।

জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, চুয়াডাঙ্গা কৃষিতে বেশ সমৃদ্ধশালী। চুয়াডাঙ্গা পুরো বাংলাদেশে সবজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তায় যেন কোনো চাঁদাবাজি না হয়। সিন্ডিকেট করে পণ্যের দাম যাতে কেউ বাড়াতে না পারে, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানো ও সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখার অনুরোধ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন গণমাধ্যমকর্মীরা।

ছবি: মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের একাংশ

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ৭১ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, জিটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, ডিবিসি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, দেশ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, এখন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনার পর সভার সমাপনিতে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পুলিশদের আপনারা একটু সাহস দেবেন। আপনারা যে সকল ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আইনগতভাবে যেটা সম্ভব সেটাই আমি করব। আপনাদের সহযোগিতা পেলে এগুলো সমাধান করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার অন্ধকার দিক মাদক চোরাচালান। মাদক-চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের প্রতি পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খবরের সম্পাদক ও প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশি, এনটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, এটিএন বাংলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিক রহমান, এস এ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, মোহনা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাইফ জাহান, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, ঢাকা মেইলের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুজ্জোহা পলাশ, দৈনিক আকাশ খবরের নিজস্ব প্রতিবেদক শেখ লিটন প্রমুখ।



ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার মতবিনিময়

সকলের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা কঠিন

আপলোড টাইম : ০২:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪


চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেছেন, ‘সকলের সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে কাজ করা অনেক কঠিন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।’ চুয়াডাঙ্গা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল সোমবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, পুলিশ যেন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আরও পাশে গিয়ে তাদের আশা-আকাঙ্খা পূরণ করতে পারে, সেটি আমাদের মূল কাজ। পুলিশ ক্লিয়ারেন্স, জিডি থেকে শুরু করে যেসব সেবা প্রার্থীরা আসবেন, তারা যাতে প্রকৃত সেবাটা পায়, সেটার বার্তা সকলকে দেয়া হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে, আপনারা আমাদের অবগত করবেন। আমরা ব্যবস্থা নেব। গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য আপনাদের চোখে যেন আমরা আগেই দেখতে পারি। আমরা সকলে মিলে সর্বোচ্চ চেষ্টা করব, এই চুয়াডাঙ্গার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। আমরা চুয়াডাঙ্গাবাসীকে যেন শান্তিতে রাখতে পারি, সমৃদ্ধির পথ আরও বেশি সম্প্রসারিত করতে পারি।

জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, চুয়াডাঙ্গা কৃষিতে বেশ সমৃদ্ধশালী। চুয়াডাঙ্গা পুরো বাংলাদেশে সবজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তায় যেন কোনো চাঁদাবাজি না হয়। সিন্ডিকেট করে পণ্যের দাম যাতে কেউ বাড়াতে না পারে, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরানো ও সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে লক্ষ্য রাখার অনুরোধ এবং চুয়াডাঙ্গার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন গণমাধ্যমকর্মীরা।

ছবি: মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের একাংশ

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ৭১ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন, জিটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, ডিবিসি টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, দেশ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, এখন টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনার পর সভার সমাপনিতে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পুলিশদের আপনারা একটু সাহস দেবেন। আপনারা যে সকল ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, আইনগতভাবে যেটা সম্ভব সেটাই আমি করব। আপনাদের সহযোগিতা পেলে এগুলো সমাধান করা সম্ভব হবে। চুয়াডাঙ্গার অন্ধকার দিক মাদক চোরাচালান। মাদক-চোরাচালানের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের প্রতি পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খবরের সম্পাদক ও প্রকাশক জান্নাতুল আওলিয়া নিশি, এনটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, এটিএন বাংলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিক রহমান, এস এ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, মোহনা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাইফ জাহান, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম, ঢাকা মেইলের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুজ্জোহা পলাশ, দৈনিক আকাশ খবরের নিজস্ব প্রতিবেদক শেখ লিটন প্রমুখ।