ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোকুলখালীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের জনসমুদ্র

মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দিলেন বিএনপি নেতা শরীফ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার গোকুলখালীতে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী স্কুলমাঠে আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রাসা ও এলাকাবাসী এ ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রসার সভাপতি শরিফুল ইসলাম টোকনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে ওয়াজ মাহফিলে তাঁকে অতিথি করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং শ্রোতাদের সালাম জানান। শ্রোতাদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গত ৫ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আপনারা জানেন এবং দেখেছেন নিরস্ত্র সাধারণ ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, একটি ছাত্রও তাদের আন্দোলনে অস্ত্রের ব্যবহার করেনি। তাদের হাতিয়ার ছিল বুকভরা সাহস, দেশকে স্বৈরাচার মুক্ত করার স্বপ্ন। আমাদেরই সন্তান এই ছাত্ররা আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র ইট আর লাঠি দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ থেকে গোপনে পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি আমির হামজাকে বিনা অপরাধে প্রায় ৩ বছর আটকে রেখে নির্যাতন করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর সেই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। শুধুমাত্র আমির হামজা নয়, আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষকেও চক্রান্ত করে বছরের পর বছর কারাগারে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। দেশের ছাত্র-জনতা সেই অত্যাচারী শেখ হাসিনারা ক্ষমতার বড়াই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনারা জানেন পাঁচকমলাপুরে আমাদের একটি মাদ্রাসা রয়েছে। যেখানে সম্পূর্ণ বিনা খরচে ৫০০ গরিব, দুঃখী ও এতিম শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। মাদ্রাসার ছাত্ররা প্রতি বছর দেশসেরা ফলাফলও করছে। কিন্তু শুধুমাত্র আমি বিএনপি করি এ জন্য আওয়ামী লীগের একটি কুচক্রি মহল বলেছিল এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কিন্তু চুয়াডাঙ্গা জেলাবাসী জানে, পাঁচকমলাপুর মাদ্রাসা মাথা উঁচু করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে।’তিনি আরও বলেন, ‘আমার দুটি ছেলে সন্তান রয়েছে, যারা পবিত্র কুরআন পড়তে শিখেছে। বড় সন্তান ২৬ পারা কোরআন পড়া শেষ করেছে। আপনারা আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাদের কুরআনের হাফেজ হিসেবে গ্রহণ করেন।’

এছাড়াও শরীফুজ্জামান বলেন, ‘আমি মানুষের সেবার জন্য রাজনীতি করি। এই চুয়াডাঙ্গা নিয়ে আমার স্বপ্ন রয়েছে। আপনারা যে সমস্যায় পড়েন না কেন, আমাকে জানাবেন। মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের পাশে থেকে আপনাদের সেবাই আমি চিরকাল কাজ করে যেতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টায় হলেও আপনাদের পাশে দাঁড়াবো।’ এসময় তিনি আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

এদিকে, জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ শুনতে গতকাল দুপুরের পর থেকেই গোকুলখালী স্কুলমাঠ প্রাঙ্গনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জড় হতে শুরু করেন। ওয়াজ শুরু পূর্বেই স্কুল মাঠ কাণায় কাণায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গোকুলখালী হাটও পূর্ণ হয়। হাটের আশপাশের বিভিন্ন রাস্তায় থেকে গোকুলখালী ব্রিজ পযর্ন্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা হুসাইন মাহ্ফুজ। এছাড়াও ওয়াজ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গোকুলখালীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের জনসমুদ্র

মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দিলেন বিএনপি নেতা শরীফ

আপলোড টাইম : ০৭:৫৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলার গোকুলখালীতে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী স্কুলমাঠে আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রাসা ও এলাকাবাসী এ ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রসার সভাপতি শরিফুল ইসলাম টোকনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি বক্তব্যের শুরুতে ওয়াজ মাহফিলে তাঁকে অতিথি করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং শ্রোতাদের সালাম জানান। শ্রোতাদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘গত ৫ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। আপনারা জানেন এবং দেখেছেন নিরস্ত্র সাধারণ ছাত্রদের আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না, একটি ছাত্রও তাদের আন্দোলনে অস্ত্রের ব্যবহার করেনি। তাদের হাতিয়ার ছিল বুকভরা সাহস, দেশকে স্বৈরাচার মুক্ত করার স্বপ্ন। আমাদেরই সন্তান এই ছাত্ররা আল্লাহর ইচ্ছায় শুধুমাত্র ইট আর লাঠি দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ থেকে গোপনে পালিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি আমির হামজাকে বিনা অপরাধে প্রায় ৩ বছর আটকে রেখে নির্যাতন করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর সেই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। শুধুমাত্র আমির হামজা নয়, আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষকেও চক্রান্ত করে বছরের পর বছর কারাগারে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। দেশের ছাত্র-জনতা সেই অত্যাচারী শেখ হাসিনারা ক্ষমতার বড়াই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনারা জানেন পাঁচকমলাপুরে আমাদের একটি মাদ্রাসা রয়েছে। যেখানে সম্পূর্ণ বিনা খরচে ৫০০ গরিব, দুঃখী ও এতিম শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। মাদ্রাসার ছাত্ররা প্রতি বছর দেশসেরা ফলাফলও করছে। কিন্তু শুধুমাত্র আমি বিএনপি করি এ জন্য আওয়ামী লীগের একটি কুচক্রি মহল বলেছিল এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কিন্তু চুয়াডাঙ্গা জেলাবাসী জানে, পাঁচকমলাপুর মাদ্রাসা মাথা উঁচু করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে।’তিনি আরও বলেন, ‘আমার দুটি ছেলে সন্তান রয়েছে, যারা পবিত্র কুরআন পড়তে শিখেছে। বড় সন্তান ২৬ পারা কোরআন পড়া শেষ করেছে। আপনারা আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাদের কুরআনের হাফেজ হিসেবে গ্রহণ করেন।’

এছাড়াও শরীফুজ্জামান বলেন, ‘আমি মানুষের সেবার জন্য রাজনীতি করি। এই চুয়াডাঙ্গা নিয়ে আমার স্বপ্ন রয়েছে। আপনারা যে সমস্যায় পড়েন না কেন, আমাকে জানাবেন। মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের পাশে থেকে আপনাদের সেবাই আমি চিরকাল কাজ করে যেতে চাই। আমার সর্বোচ্চ চেষ্টায় হলেও আপনাদের পাশে দাঁড়াবো।’ এসময় তিনি আশরাফুল উলুম বালক-বালিকা ক্বওমী মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

এদিকে, জনপ্রিয় ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ শুনতে গতকাল দুপুরের পর থেকেই গোকুলখালী স্কুলমাঠ প্রাঙ্গনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জড় হতে শুরু করেন। ওয়াজ শুরু পূর্বেই স্কুল মাঠ কাণায় কাণায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গোকুলখালী হাটও পূর্ণ হয়। হাটের আশপাশের বিভিন্ন রাস্তায় থেকে গোকুলখালী ব্রিজ পযর্ন্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা হুসাইন মাহ্ফুজ। এছাড়াও ওয়াজ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন।