ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যান ছিনতাইয়ের পর শিশু জিহাদের বাড়িতে জ্বলেনি চুলা

সহযোগিতায় এগিয়ে এলেন মানবিক ব্যক্তিরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের ১২ বছর বয়সী শিশু জিহাদের একমাত্র উপার্জনের সম্বল ব্যাটারিচালিত ভ্যান আলমডাঙ্গা থেকে ছিনতাই হয়। যাত্রীবেশী এক ছিনতাইকারী শিশু জিহাদকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় নিয়ে গিয়ে কৌশলে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়। এরপর থেকে তাদের বাড়ির চুলা জ্বলেনি। পরিবারের সদস্যরা খাবারের অভাবে দিন কাটিয়েছেন।

গত শুক্রবার মসজিদ থেকে পাওয়া খিচুড়ি দিয়েই সেদিনের ক্ষুধা নিবারণ করে তারা।

এদিকে, শিশু জিহাদের ভ্যান ছিনতাই ও অসুস্থ বাবা-মায়ের অক্ষমতা নিয়ে দৈনিক সময়ের সমীকরণসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মানবিক ব্যক্তিরা পরিবারটির পাশে এগিয়ে আসেন। গতকাল শনিবার সকালে গরিব-দুস্থদের নিয়ে কাজ করা ইসমাইল হোসেন নামের এক মানবিক ব্যক্তি এক মাসের বাজার নিয়ে হাজির হন শিশু জিহাদের বাড়িতে। একইসঙ্গে এক নারী উদ্যোক্তাও নগদ টাকাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। এর আগে ঋণের টাকায় কেনা ভ্যানটি হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। জিহাদের বাবা অ্যাজমা রোগে আক্রান্ত। তার মা দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের রোগে ভুগছেন।

বৃদ্ধ তাহাজ্জেল মিয়া জানান, একটি নতুন ভ্যান পেলে উপার্জন শুরু করে তারা ঋণ পরিশোধ করতে পারবেন। এদিকে, ইসমাইল হোসেন সমাজের উচ্চবিত্তদের এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভ্যান ছিনতাইয়ের পর শিশু জিহাদের বাড়িতে জ্বলেনি চুলা

সহযোগিতায় এগিয়ে এলেন মানবিক ব্যক্তিরা

আপলোড টাইম : ০৮:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের ১২ বছর বয়সী শিশু জিহাদের একমাত্র উপার্জনের সম্বল ব্যাটারিচালিত ভ্যান আলমডাঙ্গা থেকে ছিনতাই হয়। যাত্রীবেশী এক ছিনতাইকারী শিশু জিহাদকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় নিয়ে গিয়ে কৌশলে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়। এরপর থেকে তাদের বাড়ির চুলা জ্বলেনি। পরিবারের সদস্যরা খাবারের অভাবে দিন কাটিয়েছেন।

গত শুক্রবার মসজিদ থেকে পাওয়া খিচুড়ি দিয়েই সেদিনের ক্ষুধা নিবারণ করে তারা।

এদিকে, শিশু জিহাদের ভ্যান ছিনতাই ও অসুস্থ বাবা-মায়ের অক্ষমতা নিয়ে দৈনিক সময়ের সমীকরণসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মানবিক ব্যক্তিরা পরিবারটির পাশে এগিয়ে আসেন। গতকাল শনিবার সকালে গরিব-দুস্থদের নিয়ে কাজ করা ইসমাইল হোসেন নামের এক মানবিক ব্যক্তি এক মাসের বাজার নিয়ে হাজির হন শিশু জিহাদের বাড়িতে। একইসঙ্গে এক নারী উদ্যোক্তাও নগদ টাকাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। এর আগে ঋণের টাকায় কেনা ভ্যানটি হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। জিহাদের বাবা অ্যাজমা রোগে আক্রান্ত। তার মা দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের রোগে ভুগছেন।

বৃদ্ধ তাহাজ্জেল মিয়া জানান, একটি নতুন ভ্যান পেলে উপার্জন শুরু করে তারা ঋণ পরিশোধ করতে পারবেন। এদিকে, ইসমাইল হোসেন সমাজের উচ্চবিত্তদের এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।